TRENDS
Advertisement

আগামী বছরই বাজারে আসছে এই পাঁচটি বৈদ্যুতিক SUV, তালিকায় টাটা মোটরসের বহুল অপেক্ষিত এই গাড়িটি

SUV বাজারে একগুচ্ছ বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হচ্ছে শীঘ্রই, লঞ্চের তারিখ দেখে নিন

Published By: Ritwik | Published On:

ধীরে ধীরে বাজারের Neo Normal এ পরিণত হচ্ছে ইলেকট্রিক গাড়ি। 2023 এ বৈদ্যুতিক গাড়ির বিপ্লব শুরু হয়। ভারতীয় কোম্পানি যেমন টাটা এবং মাহিন্দ্রা সহ একগুচ্ছ কোম্পানি তাদের বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করে। আগামী 2024 সালে বৈদ্যুতিক গাড়ির বাজার আরো বিস্তারিত হতে চলেছে। আসন্ন বছরে লঞ্চ হতে চলা সেরা পাঁচটি গাড়ির তথ্য নিয়ে হাজির আমরা। চলুন দেখে নেওয়া যাক সেগুলো।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1. Maruti Suzuki eVX:

maruti suzuki evx
maruti suzuki evx

জাপানি কোম্পানি সুজুকি চলতি বছরে অনুষ্ঠিত Auto Expo তে eVX কনসেপ্ট গাড়িটি সারাবিশ্বের সামনে আত্মপ্রকাশ করে। এরপর জাপান মবিলিটি শোতে গাড়িটির আরো উন্নত ভার্সন শো করে। খবর অনুযায়ী আগামী 2024 সালের শেষের দিকে গাড়িটি লঞ্চ হবে বাজারে। উল্লেখ্য গাড়িতে 550 কিমির বেশি মাইলেজ থাকবে।

2. Mahindra XUV.e8 এবং BE.05: আগামী বছরই বাজারে আসছে এই পাঁচটি বৈদ্যুতিক SUV, তালিকায় টাটা মোটরসের বহুল অপেক্ষিত এই গাড়িটি Mahindra XUV.e8 বৈদ্যুতিক গাড়িটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে 2024 সালের ডিসেম্বরে নাগাদ। BE.05 গাড়িটি অবশ্য তারও পরের বছর অর্থাৎ অক্টোবর 2025 নাগাদ লঞ্চ হবে। উল্লেখ্য যে, XUV.e8 গাড়িটি তৈরি হয়েছে XUV700 প্ল্যাটফর্মের ওপর। অন্যদিকে BE.05 গাড়িটি ডেডিকেটেড স্কেটবোর্ড ইভি আর্কিটেকচার দ্বারা আন্ডারপিন হবে।

3. Hyundai Creta EV:আগামী বছরই বাজারে আসছে এই পাঁচটি বৈদ্যুতিক SUV, তালিকায় টাটা মোটরসের বহুল অপেক্ষিত এই গাড়িটিকিছু সময় আগেই Hyundai Creta গাড়িটিকে বৈদ্যুতিক ভার্সনের সাথে টেস্ট করতে দেখা যায়। যদিও নতুন Creta EV সম্পূর্ন নতুন স্কেটবোর্ড প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে করা হবে বলেই জানা গিয়েছে। এই খবর এখনো নিশ্চিৎ নয় অবশ্য। প্রসঙ্গত উল্লেখ্য, কোরিয়ান গাড়ি নির্মাতা সংস্থাটি খুব শীঘ্রই মিড বাজেট সেগমেন্টে যে নতুন EV নিয়ে আসতে চলেছ সেই নিয়ে কিছু রিপোর্ট সামনে এসেছে। এখন দেখার গাড়িটি Creta হতে চলেছে নাকি অন্য কিছু।

4. Tata Curvv EV: আগামী বছরই বাজারে আসছে এই পাঁচটি বৈদ্যুতিক SUV, তালিকায় টাটা মোটরসের বহুল অপেক্ষিত এই গাড়িটি টাটা মোটরসের আসন্ন Curvv গাড়িটি আসবে আগামী বছরই। Cöupé স্টাইলের গাড়িটি টাটা মোটরস নিয়ে আসছে Hyundai Creta, KIA Seltos, Skoda Kushaq ইত্যাদির সাথে লড়তে। জ্বালানি ইঞ্জিনের সাথে সাথে EV ভার্সনেও লঞ্চ হবে গাড়িটি। 500 থেকে 550 কিমির মাইলেজও থাকবে Curvv গাড়িতে।

About Author