TRENDS
Advertisement

2024 এ আসছে 6টি দারুণ গাড়ি, টাটা থেকে মাহিন্দ্রা তালিকা বেশ লম্বা

2024 সালের শুরুতে বেশ কয়েকটি নতুন গাড়ি আসছে বাজারে। SUV আকারে বৈদ্যূতিক গাড়িগুলো আসছে শীঘ্রই। চলুন দেখে নেওয়া যাক কোন কোন গাড়ি আসছে। Tata Punch EV, Curvv EV, Harrier EV…

Published By: Ritwik | Published On:

2024 সালের শুরুতে বেশ কয়েকটি নতুন গাড়ি আসছে বাজারে। SUV আকারে বৈদ্যূতিক গাড়িগুলো আসছে শীঘ্রই। চলুন দেখে নেওয়া যাক কোন কোন গাড়ি আসছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Tata Punch EV, Curvv EV, Harrier EV 2024 এ আসছে 6টি দারুণ গাড়ি, টাটা থেকে মাহিন্দ্রা তালিকা বেশ লম্বা
2024 ক্যালেন্ডার বছরে লঞ্চের জন্য বেশ কয়েকটি নতুন বৈদ্যুতিক SUV আনছে টাটা মোটরস। ব্র্যান্ডটি Punch EV, Curvv EV এবং Harrier EV নিয়ে আসছে জলদিই। Punch EV এমন বৈদ্যুতিক গাড়ি হয়ে উঠবে যেখানে গাড়িটির সামনের বাম্পারে চার্জিং পোর্ট থাকবে। Curvv EV আবার বৈদ্যুতিক Alfa প্ল্যাটফর্মের ওপর আসবে। এখানে 500 কিমি মাইলেজ পাওয়া যায়।

2024 এ আসছে 6টি দারুণ গাড়ি, টাটা থেকে মাহিন্দ্রা তালিকা বেশ লম্বা

Tata Curvv EV নেক্সন EV-এর ওপরে থাকবে। সেখানে আরও প্রিমিয়াম ইন্টেরিয়র থাকবে। Harrier EV গাড়িটি 4WD সিস্টেম সক্ষম করে ডুয়াল ইলেকট্রিক মোটর সেটআপ সমেত আসতে পারে। গাড়িতে 360-ডিগ্রি ক্যামেরা, ডিজিটাল ক্লাস্টার, ফ্লোটিং টাচস্ক্রিন, ADAS টু-স্পোক স্টিয়ারিং হুইল, ক্যাপাসিটিভ টাচ কন্ট্রোল, সানরুফ ইত্যাদি বৈশিষ্ট্যর মতো আধুনিক ফিচারস দেখা যাবে।

Toyota Electric SUV 2024 এ আসছে 6টি দারুণ গাড়ি, টাটা থেকে মাহিন্দ্রা তালিকা বেশ লম্বা
Toyota Urban SUV টি 2025 সাল নাগাদ লঞ্চ হতে পারে। মাঝারি আকারের বৈদ্যুতিক SUV হতে চলেছে গাড়িটি। Toyota Urban এর বেশ অনেকখানি মিল থাকবে Maruti Suzuki eVX-এর সাথে। আগামী বছর সামনে আসতে পারে কনসেপ্ট মডেলটি।

Mahindra XUV300 EV & XUV400 ফেসলিফ্ট: 2024 এ আসছে 6টি দারুণ গাড়ি, টাটা থেকে মাহিন্দ্রা তালিকা বেশ লম্বা
Mahindra তাদের XUV 300 এর নতুন সংস্করণ লঞ্চ করবে শীঘ্রই। আগামী বছরের শুরুর দিকে Compact SUV টি বাজারে লঞ্চ হবে। 1.2L টার্বো পেট্রোল, 1.2L TGDi পেট্রোল এবং 1.5L টার্বো-ডিজেল ইঞ্জিনের সাথে লঞ্চ হবে নতুন XUV 300। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেমস (ADAS) এর মতো ফিচারসও থাকছে নতুন XUV 300 গাড়িতে। তবে শুধু XUV 300 নয়, সাথে XUV 400 এরও নতুন মডেল আসছে বাজারে।

About Author