Read In
Whatsapp
Car News

33 কিমি মাইলেজ সহ 54 হাজারের ছাড়! দারুণ অফার পাওয়া যাচ্ছে মারুতির এই গাড়িতে

Maruti Suzuki এর Alto গাড়িটি বিরাট জনপ্রিয় ভারতের বুকে। Alto 800 দীর্ঘ সময় ধরে বিক্রি হয়েছে। কিন্তু সময়ের কারণে ধীরে ধীরে গাড়িটি হারিয়েছে বাজার থেকে। তবে সেটির পরিবর্তে বাজারে এসেছে Alto K10। সম্প্রতি মারুতি সুজুকি একদম 54 হাজার টাকার ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

Maruti Suzuki এর পুরনো স্টক দ্রুত খালি করতে একাধিক গাড়ির উপর বড় ডিসকাউন্টের ঘোষণা করেছে মারুতি সুজুকি। এই তালিকায় রয়েছে অল্টো K10 গাড়িটিও। আগামী 31 ডিসেম্বর 2023 পর্যন্ত বিপুল ছাড়ের সুবিধা পাওয়া যাবে। কত কি ছাড় রয়েছে বিস্তারিত জানাচ্ছি চলুন।

Alto K10 গাড়ির ওপর ক্যাশ ডিসকাউন্ট থাকছে 35,000 টাকার। তার সাথে যুক্ত হচ্ছে 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 4000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট। এই সব সুবিধা মিলবে Alto K10 এর পেট্রল ভ্যারিয়েন্ট এই সুবিধা পাবেন। এছাড়া CNG মডেলও গাড়িটি উপলব্ধ রয়েছে। সেখানে কত কি ছাড় পাবেন জানাচ্ছি চলুন।

Alto K10 CNG ভার্সনেও উপলব্ধ। পেট্রোল ইঞ্জিন যেখানে 24.90 kmpl মাইলেজ দেয় সেখানে CNG তে মাইলেজ থাকছে 33 km/kg। এই CNG ভার্সনে রয়েছে 25 হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং 15 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস। উল্লেখ্য যে, এই গাড়িতে কোনো কর্পোরেট ডিসকাউন্ট দিচ্ছেনা মারুতি সুজুকি।

Back to top button