ভারতে 7 আসনের গাড়ির চাহিদা সর্বদাই বেশি। কিন্তু আপনার টার্গেট সদি হয় ফ্যামিলি কার তাহলে 7 আসনের ক্যাটেগরিতে তাহলে কোন গাড়ি কেনা উচিৎ আপনার? নীচে এরকমই পাঁচটি সেরা গাড়ি সম্পর্কে বলা হলো, শীঘ্রই বাজারে আসছে এগুলো।
1) Mahindra Bolero Neo : এই গাড়িতে1.5 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। সেটি 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত। গাড়িতে থাকা 1493 সিসির শক্তিশালী ইঞ্জিন 100 PS শক্তি এবং 260 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 7-ইঞ্চি টাচস্ক্রিনের সাথে ইনফোটেইনমেন্ট সিস্টেমও রয়েছে গাড়িতে। উল্লেখ্য, এখানে আপনি ক্রুজ কন্ট্রোল, ISOFIX চাইল্ড মাউন্ট কীলেস এন্ট্রির মতো অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন। এছাড়া ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD সহ ABS, রিভার্স অ্যাসিস্ট সহ রিয়ার পার্কিং সেন্সরও রয়েছে।
2) Tata Punch: টাটার কমপ্যাক্ট SUV Punch। গাড়িটির CNG ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে কয়েকদিন আগেই। পাঞ্চের নতুন EV ভার্সন টেস্টিং করতে দেখা গিয়েছে Tata Motors কে। Nexon, Tiago এবং Tigor এরপর এবার পাঞ্চ গাড়িটিও জিপট্রন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। যদিও কবে বাজারে আসবে গাড়িটি তা এখনো জানা যায়নি।
3) Safari and Harrier Facelift: খুব শীঘ্রই Harrier এবং Safari নিয়ে বড় কিছু আপডেট শোনাবে টাটা মোটরস। সেখানে বাহ্যিক লুকের সাথে সাথে ভিতরের অন্দরসজ্জাতেও পরিবর্তন আনছে টাটা। সুরক্ষা ব্যবস্থাও আরো মজবুত হতে চলেছে। নয়া গাড়িতে ADAS এর কার্যকারিতা বাড়ানো হবে। Harrier এর EV ভার্সনে 400 থেকে 500 কিমি অবধি রেঞ্জ দেবে গাড়িটি।
4) Citroen C3 Aircross : এই গাড়িটির দুটি ভার্সন নিয়ে এসেছে Citroen। সেগুলোর মধ্যে ফারাক কেবল দুই ক্ষেত্রে। একটি 5 সিটার গাড়ি এবং অন্যটি 7-সিটার। 1.2L এর 3-সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে, যা মোট 110 PS শক্তি এবং 190 Nm টর্ক উৎপন্ন করে।