TRENDS
Advertisement

4 লাখ থেকে 40 লাখ, Maruti এবং Hyundai এর সেরা গাড়ি এগুলোই

বাজারে বিভিন্ন দামে বিভিন্ন সেগমেন্টে হ্যাচব্যাক, SUV এবং সেডান গাড়ি রয়েছে। প্রতিটি গাড়ি উৎপাদনকারী কোম্পানি তাদের বহরে বেশ কিছু সেডান গাড়ি অফার করে যার দাম 5 লাখ থেকে 50 লাখ…

Published By: Ritwik | Published On:

বাজারে বিভিন্ন দামে বিভিন্ন সেগমেন্টে হ্যাচব্যাক, SUV এবং সেডান গাড়ি রয়েছে। প্রতিটি গাড়ি উৎপাদনকারী কোম্পানি তাদের বহরে বেশ কিছু সেডান গাড়ি অফার করে যার দাম 5 লাখ থেকে 50 লাখ টাকার মধ্যে থাকে। আজ আমরা আপনাকে বিভিন্ন কোম্পানির সবচেয়ে কমদামী এবং সবচেয়ে দামী গাড়ির সম্পর্কে জানাবো।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Maruti Suzuki

Maruti Alto K10 4 লাখ থেকে 40 লাখ, Maruti এবং Hyundai এর সেরা গাড়ি এগুলোই
Alto মারুতির সবচেয়ে সস্তা গাড়ি। 3.99 লাখ টাকা থেকে গাড়িটির দাম শুরু হচ্ছে এবং টপ মডেলের দাম পড়বে 5.96 লাখ টাকা। 998 cc শক্তিশালী ইঞ্জিন সহ Maruti Alto K10 মোট 65.71 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। পেট্রোল ভার্সনে 24.9 kmpl মাইলেজ সহ সিএনজি ভার্সনের মাইলেজ 33 km/kg।

Maruti Invicto 4 লাখ থেকে 40 লাখ, Maruti এবং Hyundai এর সেরা গাড়ি এগুলোই
Invicto মারুতি সুজুকির SUV গাড়ি। এখানে 23.24 kmpl পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। গাড়িটির প্রারম্ভিক মূল্য 24.80 লক্ষ টাকা। ইনভিক্টো গাড়িতে বড় সাইজের 1987 cc এর শক্তিশালী ইঞ্জিন রয়েছে। হাইব্রিড গাড়িটির শীর্ষ মডেলটির এক্স-শোরুম দাম রয়েছে 28.42 লাখ টাকা। সাত এবং আট সিটার ভেরিয়েন্ট বিকল্পের সাথে উপলব্ধ Invicto।

Hyundai

Hyundai Grand i10 4 লাখ থেকে 40 লাখ, Maruti এবং Hyundai এর সেরা গাড়ি এগুলোই
Grand i10 ভারতের বাজারে Hyundai এর সবচেয়ে সস্তা গাড়ি। Era, Magna, Sportz Executive, Sportz এবং Asta এই পাঁচটি ভেরিয়েন্টে আসে সেটি। পাঁচ সিটার হ্যাচব্যাক গাড়িটির বেস মডেলের এক্স শোরুম দাম 5.84 লক্ষ টাকা এবং টপ স্পেক মডেলটির দাম 8.51 লক্ষ টাকা। Hyundai Grand i10 গাড়িতে 1197 cc ইঞ্জিন রয়েছে এবং এই গাড়ি 10.0 kmpl পর্যন্ত মাইলেজ দেয়।

Hyundai Ioniq 4 লাখ থেকে 40 লাখ, Maruti এবং Hyundai এর সেরা গাড়ি এগুলোই
Hyundai এর ফ্ল্যাগশিপ গাড়ি Ioniq। 5 সিটার এই SUV টির দাম এক্স শোরুম দাম শুরু হচ্ছে 45.95 লক্ষ টাকা থেকে। উল্লেখ্য গাড়িটি অল ইলেকট্রিক ভার্সনে উপলব্ধ। একবার চার্জে 631 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেয় Ioniq এবং 50 কিলোওয়াট চার্জার দিয়ে এক ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

About Author