Read In
Whatsapp
Car News

4 লাখের Alto এতদামে বিকোচ্ছে পাকিস্তানে, দাম দেখলে থ হতে বাধ্য আপনি!

পাকিস্তানের অর্থনীতি নিয়ে নতুন করে কিছুই বলার নেই আর। নিজের ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। একইসাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট পাকিস্তানের অস্তিত্বের ওপর সংকট সৃষ্টি করেছে। বর্তমান পরিস্থিতি সেদেশের প্রশাসনের হাতের বাইরে চলে যাওয়ায় সংকট পরিস্থিতি আরো বেড়েছে। স্বাভাবিক ভাবেই মূল্যবৃদ্ধির সমস্যা কাবু করেছে পাকিস্তানকে।

মুদ্রাস্ফীতি বাড়ার কারণে সমস্ত সেক্টরেই ধ্বস নেমেছে। গাড়ির বাজারেও তার প্রভাব পড়েছে স্বাভাবিক ভাবেই। কিন্তু কি পরিমাণে পৌঁছেছে তা অবাক করার মতো। সম্প্রতি অল্টো বেস মডেলের পাকিস্তানি দাম অবাক করেছে। ভারতে সবচেয়ে কমদামী গাড়ির পাকিস্তানি দাম দেখলে হতবাক হতে বাধ্য আপনিও।

আসলে দাম নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখানো হচ্ছে যে, ভারতের বেস মডেলের অন রোড দাম 5 লক্ষ টাকার আশেপাশে হলেও পাকিস্তানে সেই দাম 22.51 লক্ষ পাকিস্তানি মুদ্রা! পাকিস্তানে সুজুকির ওয়েবসাইট দেখার পরে ভাইরাল ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশের জায়গাই নেই।

ওয়েবসাইট অনুযায়ী পাকিস্তানে সুজুকি অল্টোর বেস মডেলের দাম পড়বে 22.51 লাখ পাকিস্তানি মুদ্রা। Alto VX মডেল এই দামে পাওয়া যায়। Alto VXR-এর দাম প্রায় 26.12 লক্ষ পাকিস্তানি মুদ্রা। টপ মডেলের দাম পড়বে 29.35 লক্ষ পাকিস্তানি মুদ্রা। শুধু Alto নয়, WagonR এর দাম শুরু হচ্ছে 32.14 লক্ষ পাকিস্তানি মুদ্রা থেকে।

Back to top button