আসন্ন সময়ে গাড়ির বাজারে বৈদ্যুতিক গাড়ির বাজার আরও বড় হতে চলেছে। তাই আগেভাগেই সমস্ত নির্মাতা এই প্রযুক্তির ওপর বড় বিনিয়োগ করে নিজেদের এগিয়ে রাখতে চাইছে। স্বাভাবিক ভাবেই পুরোপুরি বিদ্যুতায়ন গাড়ির আগে হাইব্রিড গাড়ি নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর আসন্ন সময়ে চারটি সেরা হাইব্রিড গাড়ি আসছে বাজারে, চলুন দেখে নেওয়া যাক।
1. New Maruti Suzuki Swift and Dzire:
সম্পূর্ণ নতুন Maruti Suzuki Swift ভারতে 2024 সালের শুরুর দিকে লঞ্চ হবে। তার আগেই কিছু ছবি লিক হয়েছে বাজারে। হাইব্রিড আকারে গাড়িটিকে প্রথমবার দেখা যায় টোকিওতে। সেখানে জাপান মোবিলিটি শো 2023-এ প্রদর্শিত হয় নতুন Swift। ভারতের বাজারে হালকা হাইব্রিড প্রযুক্তির সাথে Z সিরিজের ইঞ্জিন সহ আসছে নতুন Swift। নতুন Swift এর সাথে সাথে বাজারে Dzire এর নতুন মডেলও দেখা যাবে।
2. 7-Seater Maruti Suzuki Grand Vitara:
2024 সালের শেষের দিকে অথবা 2025 সালে লঞ্চ হবে Maruti Suzuki Grand Vitara। সাত-আসন সংস্করণে ছোটখাটো গ্রাফিক্স আপডেট সহ নতুন মেকানিকাল আপডেট হবে গাড়িতে। নয়া গাড়ি দুটি ভার্সনে আসবে, এগুলো হলো 1.5L হালকা-হাইব্রিড পেট্রোল এবং 1.5L শক্তিশালী হাইব্রিড পেট্রোল ইঞ্জিন।
3. Toyota Fortuner Hybrid:
টয়োটা ফরচুনার ফুল-সাইজ এসইউভি সহ অন্যান্য মডেলগুলিতে একই পাওয়ারট্রেন থাকবে। তবে গাড়িটি ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার মতো বাজারে প্রথমে হালকা হাইব্রিড স্পেক Hilux পিকআপ চালু করবে। উন্নত জ্বালানী দক্ষতা এবং পাওয়ারট্রেনও আগের থেকে আরো উন্নত হতে চলেছে। বর্তমান প্রজন্মের ফরচুনারের সাথেই হাইব্রিড ইঞ্জিনের সাথে গাড়িটি আসবে নাকি একেবারে নতুন গাড়ি হতে চলেছে তা এখনও জানা যায়নি।