তেলের দাম বাড়ার ফলে মানুষ এখন CNG গাড়ির দিকে ঝুঁকছে। বর্তমানে আবার গাড়িগুলোর পাওয়ারট্রেনও বেশ শক্তিশালী। আপনিও যদি CNG গাড়ি কেনার কথা কল্পনা করছেন তাহলে 10 লাখের বাজেটেই দারুণ মাইলেজ সম্পন্ন গাড়ি পেয়ে যাবেন। সেরকমই তিনটি সেরা গাড়ির ঠিকানা নিয়ে হাজির আমরা।
1) Maruti Suzuki Baleno
গত অক্টোবর মাসেই মারুতি সুজুকি তাদের XL6 CNG এর সাথে Baleno CNG লঞ্চ করে। হ্যাচব্যাক গাড়িটি মোট দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এগুলো হলো ডেল্টা এবং জেটা। Baleno এর দুটি ট্রিমের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 8.34 লক্ষ টাকা এবং 9.27 লক্ষ টাকা থেকে।
Baleno CNG তে 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা পেট্রোলে চালালে 89bhp শক্তি এবং 113Nm টর্ক উত্পাদন করতে সক্ষম। CNG তে চালানো হলে, ইঞ্জিনটি মোট 76bhp শক্তি এবং 98.5Nm টর্ক জেনারেট করে। CNG ভার্সনের মাইলেজ 30.61km/kg।
2) Toyota Glanza
Baleno CNG শুরু হওয়ার পরপরই Toyota তাদের একমাত্র হ্যাচব্যাকের CNG ভেরিয়েন্ট, Glanza e-CNG চালু করে। গাড়িটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, S এবং G। 55-লিটার সিএনজি ট্যাঙ্ক রয়েছে গাড়িতে এবং Glanza e-CNG 30.61 কিমি/কেজি মাইলেজ দেয়।
3) Tata Altroz
টাটা মোটরসের Altroz ও পিছিয়ে নেই। কিছুদিন আগেই Altroz CNG লঞ্চ করে টাটা মোটরস, আর মাত্র কিছু সময়ের মধ্যেই সেটি বেশ জনপ্রিয় হয়ে পড়ে। টুইন-সিলিন্ডার প্রযুক্তি সহ আসে Altroz CNG। উল্লেখ্য যে, গাড়িটি মোট 6টি ভেরিয়েন্টে পাওয়া যায়। এগুলো হলো XE, XM+, XM+ (S), XZ, XZ+ (S), XZ+ O (S), এবং XZ+ O (S)। প্রতিটি ভেরিয়েন্টের দামই 10 লাখের নিচে রয়েছে।
Altroz iCNG গাড়িতে 1.2-লিটার, তিন-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। গাড়িটি পেট্রোলে চালানো হলে 88hp শক্তি এবং 115Nm টর্ক জেনারেট করে। কিন্তু CNG মোডে 72bhp শক্তি এবং 103Nm টর্ক তৈরি করতে সক্ষম। Altroz CNG তে 60 লিটারের CNG ট্যাঙ্ক সহ 26.2 km/kg মাইলেজ পাওয়া যায়।