TRENDS
Advertisement

ওহ মাই গড! শুধুমাত্র 25 হাজার টাকায় পেয়ে যাবেন TVS-এর এই শানদার স্কুটার, অফার সীমিত সময়ের জন্য

মাত্র 25 হাজার টাকাতেই কিনে নিয়ে যান TVS Ntorq, অফার হাতছাড়া করবেন না যেন!

Published By: Ritwik | Published On:

ভারতে বেস্ট সেলিং স্কুটারের তালিকায় রয়েছে বেশ কিছু স্কুটার। এরমধ্যে Honda Activa, Suzuki Access, TVS Ntorq এবং Hero Pleasure। ei স্কুটার গুলোর সবকটিই দারুণ পারফরম্যান্স এবং মাইলেজ সহ ভালো অভিজ্ঞতা দেয়। কিন্তু বর্তমানে স্কুটারগুলোর দাম বেড়েছে বেশ খানিকটা, আর তাই সাধারণের হাতের বাইরে চলে গিয়েছে এসমস্ত স্কুটার গুলি। কিন্তু আজ আমরা জানাবো কীভাবে TVS Ntorq হতে পারে আপনার, তাও ন্যূনতম দামে!ওহ মাই গড! শুধুমাত্র 25 হাজার টাকায় পেয়ে যাবেন TVS-এর এই শানদার স্কুটার, অফার সীমিত সময়ের জন্য

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

TVS Ntorq স্কুটারটি বাজারে বিক্রির রেকর্ড বানিয়েছে। দুর্দান্ত স্পোর্টি লুকের সাথে দমদার পারফর্ম্যান্স গাড়িটি বিক্রির প্রধান ইউএসপি। বর্তমানে এই স্কুটারের দাম 1 লক্ষ টাকা পেরিয়ে গিয়েছে! কিন্তু জানেন কি মাত্র কয়েক হাজার টাকা দিয়েই গাড়িটি কেনা সম্ভব, কীভাবে দেখে নিন নীচে।

ফাইন্যান্সের মাধ্যমেও গাড়িটি কিনতে পারেন, কিন্তু সেই বাজেট না থাকলে মাত্র 25 হাজার টাকা দিয়েই কিনতে পারেন। এক্ষেত্রে অবশ্য আপনাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হবে। আর সেরকমই কয়েকটি দারুণ অফার সম্বন্ধে জানাচ্ছি আমরা।ওহ মাই গড! শুধুমাত্র 25 হাজার টাকায় পেয়ে যাবেন TVS-এর এই শানদার স্কুটার, অফার সীমিত সময়ের জন্য

1) OLX এর সাইটে 2019 সালের একটি মডেল লিস্টেড রয়েছে। এই গাড়িটির দাম মাত্র 25,000 টাকা। গ্রাহকদের সুবিধার জন্য ফাইন্যান্স প্ল্যানও রয়েছে এখানে।ওহ মাই গড! শুধুমাত্র 25 হাজার টাকায় পেয়ে যাবেন TVS-এর এই শানদার স্কুটার, অফার সীমিত সময়ের জন্য

2) Droom নামের আরেক সাইটে 2018 সালের একটি স্কুটার রয়েছে। সেটির দাম মাত্র 28,000 টাকা। এখানে উল্লেখ্য যে, স্কুটার কেনার জন্য ফাইন্যান্স প্ল্যান পেয়ে যাবেন আপনি। এছাড়া ইন্স্যুরেন্সও মিলবে এই স্কুটারের সাথে।

ওহ মাই গড! শুধুমাত্র 25 হাজার টাকায় পেয়ে যাবেন TVS-এর এই শানদার স্কুটার, অফার সীমিত সময়ের জন্য

3) Quikr এ বিক্রি হওয়া Ntorq স্কুটারটি সবচেয়ে নতুন। 2020 সালের এই মডেলের জন্য আপনাকে দিতে হবে 32000 টাকা। তবে ফাইন্যান্স প্ল্যান কিছু নেই এই স্কুটারে।

About Author