TRENDS
Advertisement

Ola-Uber এর দিন শেষ! সরকারের তরফে শুরু হলো ‘ট্যাক্সি অ্যাপ’, এবারে সস্তায় হবে যাতায়াত

Duopoly ভাঙতে নতুন অ্যাপ নিয়ে হাজির কেন্দ্র সরকার, এবার আরো সস্তায় হবে যাতায়াত

Published By: Ritwik | Published On:

ট্যাক্সি পাওয়া আজকাল বেশ সমস্যার। পেলেও আর কাহাতকই সস্তায় হয়, কারণ দাম বাড়তে বাড়তে এখন আকাশ ছুঁয়েছে। গাড়িগুলোর ভাড়া বাড়ায় অতিষ্ঠ আম জনতা। আবার রাইড বুক করার সময় এক ভাড়া কিন্তু রাইড শেষ হলে ভাড়া বহুগুণ বেড়ে যায়। এমতাবস্থায় শুরু হয় মহা বাগবিতন্ডা। কিন্তু সেই সমস্যা মেটাতে মাঠে নামছে সরকার।Ola-Uber এর দিন শেষ! সরকারের তরফে শুরু হলো ‘ট্যাক্সি অ্যাপ', এবারে সস্তায় হবে যাতায়াত

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এই সমস্যা মেটাতে সরকারের তরফে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে, পর্যটনের উন্নতির জন্য সরকার তাদের অ্যাপ ট্যাক্সি শুরু করছে। অর্থ সাশ্রয়ের সাথে সাথে যাতায়াতেরও বেশ সুবিধা হবে যাত্রীদের। যাত্রীদের সুবিধার জন্য শুরু করা হচ্ছে নতুন অ্যাপ।

Ola-Uber এর দিন শেষ! সরকারের তরফে শুরু হলো ‘ট্যাক্সি অ্যাপ', এবারে সস্তায় হবে যাতায়াত
Sign of a waiting taxi

প্রসঙ্গত, এই উদ্যোগ নেওয়া হয়েছে গোয়া সরকারের তরফে। অ্যাপটির নাম “গোয়া ট্যাক্সি অ্যাপ”। অ্যান্ড্রয়েড এবং আইফোন, উভয় অপারেটিং সিস্টেমের সাথেই ব্যবহার করা যাবে চলবে গোয়া ট্যাক্সি অ্যাপ। ইতিমধ্যেই সেখানে 500 জন ড্রাইভার যুক্ত গিয়েছেন। ফলে গাড়ি পেতেও আর কোনো সমস্যা দেখা যাবেনা।Ola-Uber এর দিন শেষ! সরকারের তরফে শুরু হলো ‘ট্যাক্সি অ্যাপ', এবারে সস্তায় হবে যাতায়াত

এই সিদ্ধান্তে যে কেবল গ্রাহকরাই সুবিধালাভ করবেন তাই নয়, একইসাথে ট্যাক্সি চালকরাও নিশ্চিৎ আয়ের নিরাপত্তা পেয়ে যাবেন। বিভিন্ন সরকারি প্রকল্পে তাদের নামও নথিভুক্ত করা হবে। গ্রাহকরাও প্রতিটি যাত্রায় দুর্ঘটনা বীমা সহ বীমা পলিসি, ক্ষতিপূরণ ইত্যাদি সহ সবরকম সুবিধা লাভ করেন।

About Author