TRENDS
Advertisement

TVS Jupiter: বাজারে টিভিএস জুপিটারের নতুন ভার্সন, কম দামেই মিলবে ভরপুর ফিচারস!

হোন্ডা অ্যাক্টিভা নয়, ভারতের বাজারে ঝড় তুলবে এই নতুন স্কুটার, দাম অনেকটাই কম!

Published By: Ritwik | Published On:

সম্প্রতি TVS তাদের Jupiter স্কুটার লঞ্চ কর তাক লাগিয়ে দিয়েছে। Activa এর থেকে অধিক মাইলেজ দেয় Jupiter (62kmpl)। আবার দামও কম, কারণ যেখানে Honda Activa কিনতে ন্যূনতম 78,269 টাকা খরচ হবে আপনার সেখানে Jupiter এর পিছনে 72,000 টাকা খরচ করলেই হবে।TVS Jupiter: বাজারে টিভিএস জুপিটারের নতুন ভার্সন, কম দামেই মিলবে ভরপুর ফিচারস!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

TVS এর নজরকাড়া ডিজাইন এবার স্কুটারেও। TVS Jupiter ভারতের বেস্ট সেলিং স্কুটারের তালিকায় ঢুকে পড়েছে ইতিমধ্যেই। বাজারে বেশ কয়েকটি ভেরিয়েন্টে উপলব্ধ TVS Jupiter।

নীচে বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম দেওয়া হলো :
TVS Jupiter SMW – 72,340 টাকা
TVS Jupiter ZX Disc – 85,213 টাকা
TVS Jupiter Smartxonnect – 88,088 টাকা
TVS Jupiter Classic – 88, 648 টাকা
(আপনাদের জানিয়ে দিই যে, উল্লেখিত সমস্ত মূল্যই এক্স-শোরুমের দাম)

TVS Jupiter: বাজারে টিভিএস জুপিটারের নতুন ভার্সন, কম দামেই মিলবে ভরপুর ফিচারস!তবে এবার Jupiter তাদের ZX ট্রিমের Drum ভেরিয়েন্ট লঞ্চ করেছে বাজারে। স্মার্ট কানেকটিভিটির সাথে মোট 7টি রংয়ের সাথে বাজারে বিক্রি হচ্ছে নতুন স্কুটার। গাড়িতে 110সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন সর্বোচ্চ 8.8 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সিটের নীচে 21 লিটার আন্ডার সিট স্টোরেজও পেয়ে যাবেন আপনি।

TVS Jupiter: বাজারে টিভিএস জুপিটারের নতুন ভার্সন, কম দামেই মিলবে ভরপুর ফিচারস!এতদিন ZX টপ ভেরিয়েন্ট কেবল ডিস্ক ব্রেকের সাথেই পাপুয়া যেত, যার এক্স-শোরুম দাম ছিল 85,213 টাকা, এবার ডিস্ক ব্রেকের সাথে বেস মডেলের দাম থাকছে 73,240 টাকা। 6 লিটারের স্টোরেজস্পেস সহ LED হেডলাউট পেয়ে যাবেন। টেল লাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্পে অবশ্য হ্যালোজেন লাইটেরই ব্যবহার করা হয়েছে।

ড্রাম ব্রেকের সুবিধা কী?
TVS Jupiter: বাজারে টিভিএস জুপিটারের নতুন ভার্সন, কম দামেই মিলবে ভরপুর ফিচারস!ড্রাম ব্রেক ব্যবহারে বেশ কিছু সুবিধা রয়েছে। হাই স্পিডে যাওযার সময় যেমন দুর্ঘটনা এড়াতে সাহায্য করে তেমনই রাইডারকেও বাঁচাতে সময় দেয়। আবার ডিস্ক ব্রেকের তুলনায় খরচও কম এবং টেকেও বহু বেশীদিন।

About Author