Read In
Whatsapp
Featured

মারুতির 7 আসনের এই গাড়িটি গেমচেঞ্জার প্রমাণিত হয়েছে, ফিচারস সেরা কিন্তু দাম সাধ্যের মধ্যেই

ভারতের বাজারে একাধিক কোম্পানি নিজেদের নতুন গাড়ি লঞ্চ করেছে। নানান অত্যাধুনিক ফিচারস রয়েছে সেখানে। কিন্তু এদের মধ্যে বিক্রির নিরীখে বহু যোজন এগিয়ে Maruti Suzuki। সেভেন সিটার সেগমেন্টে মারুতি সুজুকির বেস্ট সেলার Ertiga। সদ্যই Ertiga এর VXI ভেরিয়েন্ট লঞ্চ করেছে মারুতি সুজুকি।

মারুতি সুজুকি Ertiga এর প্রিমিয়াম ভার্সন VXI। এই বাজেট-বান্ধব গাড়িটি ভারতীয় বাজারে খুব জলদিই জনপ্রিয়তা লাভ করেছে। Maruti Ertiga VXI তে রয়েছে একগুচ্ছ প্রিমিয়াম ফিচারস এবং একটি শক্তিশালী ইঞ্জিন। চলুন তাহলে গাড়িটির সম্পর্কে জেনে নেওয়া যাক।

Maruti Ertiga VXI এর ফিচারস
7 ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম
স্মার্টফোন কানেকটিভিটি
ক্রুজ কন্ট্রোল
অটো হেডলাইট
অটোম্যাটিক এসি
4টি এয়ারব্যাগ
ABS এবং EBD
পিছনের পার্কিং সেন্সর
ইএসপি এবং হিল হোল্ড সাপোর্ট
ট্র্যাকিং এবং টাওয়ার সতর্কতা
জিও-ফেন্সিং
ওভারস্পিডিং এবং রিমোট কন্ট্রোল অ্যালার্ট

Maruti Ertiga VXI তে রয়েছে 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি মোট 102bhp শক্তি এবং 137 নিউটন মিটার টর্ক জেনারেট করে৷ ইঞ্জিনটি যুক্ত রয়েছে 5-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স বা একটি 6-স্পীড টর্ক কনভার্টার ইউনিটের সাথে। শক্তিশালী ইঞ্জিন সহ Ertiga VXI-এর সম্ভাব্য মাইলেজ রয়েছে প্রতি লিটারে 28 কিলোমিটার।

Back to top button