Read In
Whatsapp
Auto Motive IndustryCar NewsFeaturedNews

প্রতি লিটারে ছুটবে 24 কিমি, 65,000 টাকা সস্তা মারুতির মিনি স্করপিও! দেরি না করে এক্ষুনি কিনে নিন

মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের ভাঁড়ারে থাকা গাড়ির ওপর নিয়ে এসেছে একগুচ্ছ অফার। একেবারে 65,000 টাকা পর্যন্ত সেভ হতে পারে আপনার। সবচেয়ে বেশি ডিসকাউন্ট (Bumper Discount) মিলবে S-Presso গাড়িটির ওপরেই। তবে তালিকায় নাম রয়েছে Ignis, Ciaz এবং Baleno এরও। চলুন দেখে নেওয়া যাক কত সেভিংস হবে আপনার।

প্রথমেই আসি S-Presso নিয়ে। এই ছোট্ট আকারের গাড়িটি বাজারে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। যদিও আকারে ছোট হলেও এখানে পেয়ে যাবেন দারুণ রেঞ্জ এবং একগুচ্ছ ফিচারস। মাইলেজের দিকেও বেশ শক্তিশালী এই গাড়ি। পেট্রোল ভার্সনটি প্রতি লিটারে 24 কিমি পর্যন্ত ছুটতে পারে। যদিও এর CNG ভেরিয়েন্টেও রয়েছে বাজারে। আর এই গাড়িতেই আপনি এক্কেবারে 65,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

এরপর অনেকটাই ছাড় মিলবে Maruti Suzuki Wagon R এর উপর। সেখানে মোট 45,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে সংস্থাটি। ভীষণ জনপ্রিয় এই গাড়ি ভারতের বাজারে ব্যাপক নাম কুড়িয়েছে। 25 কিমি মাইলেজ দেওয়ায় আপনার পকেটের ওপর চাপও কমবে।

অফার রয়েছে Maruti Suzuki Ciaz এর উপরও। মোট 10,000 টাকা ছাড় সমেত, এক্সচেঞ্জে মিলবে 25,000 টাকা পর্যন্ত ছাড়। NEXA ডিলারশিপের Baleno-তেও আপনি মোট 20,000 টাকা বাঁচাতে পারেন। তবে এই ছাড় মিলবে কেবল CNG ভেরিয়েন্টের জন্যই। মোট 17,500 টাকা পর্যন্ত ছাড় পাবেন আপনি। তাই দেরী নাকরে আজই ঢুঁ মেরে আসুন মারুতি সুজুকির ডিলারশিপ থেকে।

Back to top button