TRENDS
Advertisement

মাত্র 3 লাখ দিয়ে ঘরে আনুন Maruti-র এই তুখোড় MPV, অফার সীমিত সময়ের জন্য

Innova এর বাজার ধ্বংস করতে চলে এসেছে Ertiga, কিন্তু সস্তায় কি উপায়ে গাড়িটি আপনার হতে পারে দেখে নিন

Published By: Ritwik | Published On:

বাজারে আসছে মারুতি সুজুকি Ertiga গাড়িটির নতুন ভার্সন বাজারে এসেছে। 7 আসনের গাড়িটি রেকর্ড সংখ্যক বিক্রিহয়েছে বাজারে। বাজারে Ertiga গাড়িটির প্রধান প্রতিদ্বন্দ্বী Mahindra Bolero। মাহিন্দ্রার গাড়িটি বেশ শক্তিশালী হলেও নতুন Ertiga facelift ভার্সন বাজারে দারুণ টেক্কা দেবে Bolero কে। নতুন ভার্সনে মারুতি একগুচ্ছ নতুন ফিচারস নিয়ে এসেছে।মাত্র 3 লাখ দিয়ে ঘরে আনুন Maruti-র এই তুখোড় MPV, অফার সীমিত সময়ের জন্য

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নতুন Maruti Ertiga এর দাম রয়েছে 8 লক্ষ টাকা থেকে 13 লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু এই বাজেট না থাকলেও বেশ সস্তায় গাড়িটি আপনার হতে পারে। কীভাবে? চলুন দেখে নেওয়া যাক।

সস্তায় কিনতে হলে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোই অধিক উপযুক্ত। আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন এই গাড়িগুলোতে। Ertiga এর সেকেন্ড হ্যান্ড গাড়ির অফার গুলো দেখুন।মাত্র 3 লাখ দিয়ে ঘরে আনুন Maruti-র এই তুখোড় MPV, অফার সীমিত সময়ের জন্য

1) Droom এর সাইটে থাকা Ertiga 2015 গাড়িটির জন্য আপনাকে 3 লক্ষ টাকা দিতে হবে। এখানে আপনি ফাইন্যান্স প্ল্যান এবং ডাউন পেমেন্টের সুবিধাও পেয়ে যাবেন।

2) Olx এর সাইটে উপলব্ধ 2016 সালের Ertiga এর দাম 4 লক্ষ টাকা। এই গাড়িটিও দিল্লিতে রেজিস্টার্ড রয়েছে। তবে এখানে কোনো অফার বা ফাইন্যান্স পাবেন না আপনি।

মাত্র 3 লাখ দিয়ে ঘরে আনুন Maruti-র এই তুখোড় MPV, অফার সীমিত সময়ের জন্য

3) Cartrade এর সাইটে লিস্টেড রয়েছে গাড়িটি। গুরুগ্রাম রেজিস্ট্রেশন সহ Ertiga 2017 সালের গাড়িটির দাম পড়বে 5.5 লক্ষ টাকা। উল্লেখ্য যে, এই গাড়িতেও ফাইন্যান্সের সুবিধা থাকছে।

About Author