TRENDS
Advertisement

Budget SUV : বাজেটের মধ্যে এই 5 SUV সেরা, ভরে ভরে ফিচারসের সাথে থাকছে শক্তিশালী ইঞ্জিন এবং দূর্দান্ত মাইলেজ

SUV কেনার কথা ভাবলে আপনাদের জন্য একদম সুবর্ন সময় এটা। কিন্তু কোন SUV নেবেন আপনি? চলুন আপনাদের 1) Renault Kiger দাম: 6.50 লাখ টাকা থেকে 11.23 লক্ষ টাকা 1 লিটার…

Published By: Ritwik | Published On:

SUV কেনার কথা ভাবলে আপনাদের জন্য একদম সুবর্ন সময় এটা। কিন্তু কোন SUV নেবেন আপনি? চলুন আপনাদের

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Renault Kiger Budget SUV : বাজেটের মধ্যে এই 5 SUV সেরা, ভরে ভরে ফিচারসের সাথে থাকছে শক্তিশালী ইঞ্জিন এবং দূর্দান্ত মাইলেজ
দাম: 6.50 লাখ টাকা থেকে 11.23 লক্ষ টাকা
1 লিটার ইঞ্জিন সমেত গাড়িটি বেশ শক্তিশালী। সেখানে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, 4টি এয়ারব্যাগ, 8 ইঞ্চি টাচস্ক্রিন, ব্লুটুথ কানেকশন, রিয়ার ক্যামেরা, ক্র্যাশ সেন্সর, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, চাইল্ড সেফটি লক ইত্যাদি ফিচারস রয়েছে।

2) Hyundai Venue Budget SUV : বাজেটের মধ্যে এই 5 SUV সেরা, ভরে ভরে ফিচারসের সাথে থাকছে শক্তিশালী ইঞ্জিন এবং দূর্দান্ত মাইলেজ
দাম : 7.72 লাখ টাকা
হুন্ডাইয়ের কমদামি SUV Venue। গাড়িতে 1 লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন এবং 1.5 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। Venue গাড়িটি 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড iMT আর 7 স্পিড DCT ট্রান্সমিশনের সাথে আসে। 6টি এয়ারব্যাগ, টায়ার প্রেশার মনিটর সিস্টেম, ক্র্যাশ সেন্সর, 8 ইঞ্চি টাচস্ক্রিন এবং ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন।

3) Nissan Magnite  Budget SUV : বাজেটের মধ্যে এই 5 SUV সেরা, ভরে ভরে ফিচারসের সাথে থাকছে শক্তিশালী ইঞ্জিন এবং দূর্দান্ত মাইলেজ
দাম : 6 লাখ টাকা
1 লিটারের পেট্রল ইঞ্জিন রয়েছে গাড়িতে। যা 72bhp শক্তি এবং 5 স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের সাথে আসে। 7 ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, 360 ডিগ্রি ক্যামেরা, ডুয়াল এয়ারব্যাগ, ক্র্যাশ সেন্সর, টায়ার প্রেশার মনিটর ইত্যাদির সুবিধা রয়েছে।

4) Tata Punch

Budget SUV : বাজেটের মধ্যে এই 5 SUV সেরা, ভরে ভরে ফিচারসের সাথে থাকছে শক্তিশালী ইঞ্জিন এবং দূর্দান্ত মাইলেজ
Tata Punch

দাম : 6 লাখ থেকে 9.47 লাখ টাকা
এটাই ভারতের সবথেকে সস্তা এবং সুরক্ষিত SUV। 5স্টার সেফটি রেটিংয়ের সাথে আসে Punch। ইঞ্জিনটি 1.2 লিটার পেট্রল ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক গিয়ারবক্সের সাথে আসে।

5) Hyundai Exter Budget SUV : বাজেটের মধ্যে এই 5 SUV সেরা, ভরে ভরে ফিচারসের সাথে থাকছে শক্তিশালী ইঞ্জিন এবং দূর্দান্ত মাইলেজ
দাম : 6 লাখ টাকা থেকে 10.10 লাখ টাকা
হ্যুন্ডাই এর Exter গাড়িটি 6টি এয়ারব্যাগ, একাধিক সেফটি লক, হিল অ্যাসিস্ট ইত্যাদি। এ ছাড়া থাকছে 8 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ইলেকট্রিক সানরুফ আর ব্লুটুথ কানেকশন।

About Author