TRENDS
Advertisement

প্রায় একইদামে লঞ্চ হলেও কেন নেবেন নতুন Chetak স্কুটার? দেখে নিন 5 বিশেষ কারণ

বাজাজ চেতক স্কুটারটির ভালই বিক্রি হয়েছে বাজারে। কিন্তু বিক্রি বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে Bajaj। সম্প্রতি Urbane নাম দিয়ে নতুন Chetak স্কুটার লঞ্চ করেছে কোম্পানি। আরবান ভেরিয়েন্ট চেতক ইলেকট্রিক লাইন-আপে একটি…

Published By: Ritwik | Published On:

বাজাজ চেতক স্কুটারটির ভালই বিক্রি হয়েছে বাজারে। কিন্তু বিক্রি বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে Bajaj। সম্প্রতি Urbane নাম দিয়ে নতুন Chetak স্কুটার লঞ্চ করেছে কোম্পানি। আরবান ভেরিয়েন্ট চেতক ইলেকট্রিক লাইন-আপে একটি নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে। আজ Chetak Urbane স্কুটারের শীর্ষ 5 টি পয়েন্ট সম্পর্কে আলোচনা করবো আমরা। চলুন তাই দেখে নেওয়া যাক। প্রায় একইদামে লঞ্চ হলেও কেন নেবেন নতুন Chetak স্কুটার? দেখে নিন 5 বিশেষ কারণ

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1. দাম
Bajaj Chetak Urbane-এর দাম রাখা হয়েছে 1.15 লক্ষ টাকা। বর্তমানে প্রিমিয়াম ভেরিয়েন্ট ই-স্কুটারটিও বাজাজের ওয়েবসাইটে একই রকম দামে তালিকাভুক্ত করা হয়েছে। আশা করা যাচ্ছে একই দামে বড় আকারের ব্যাটারী প্যাক মিলবে Bajaj এর এই স্কুটারে।

2. Bajaj Chetak Urbane, New ‘Tecpac’
বাজাজ অটো ‘Tecpac’ সমেত স্কুটারটি অফার করছে যার এক্স শোরুম দাম Rs. 1.21 লক্ষ টাকা। এটি বাজার চলতি ভার্সনের থেকে 6,000 টাকা বেশি দামী। স্কুটারের গতিও আগের চেয়ে বেড়েছে। নতুন Chetak Urbane স্কুটার 74 কিমি প্রতি ঘণ্টার গতিতে ছুটতে সক্ষম। ‘Tecpac’ প্যাকেজের অধীনে স্কুটারে হিল হোল্ড, রিভার্স মোড, OTA আপডেট এবং আরও অনেক ফিচারস পাওয়া যায়।

প্রায় একইদামে লঞ্চ হলেও কেন নেবেন নতুন Chetak স্কুটার? দেখে নিন 5 বিশেষ কারণ

3. পাওয়ারট্রেন
Chetak Urbane স্কুটারটি একবার চার্জে 113 কিলোমিটারের মাইলেজ দেয়। যা বাজার চলতি স্কুটারের থেকে সামান্য বেশি। আরবান ট্রিমের ব্যাটারি প্যাকের ক্ষমতা 2.9 kWh।

4. ডিজাইন
Chetak Urbane স্কুটারটির ডিজাইন প্রিমিয়াম ভেরিয়েন্টের সাথে কমবেশি একই রকম। সেখানে গোলাকার এলইডি হেডল্যাম্প, সিঙ্গেল পিস সিট রয়েছে যা রেট্রো আবেদন বজায় রাখতে সাহায্য করে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি Urbane-এও উপস্থিত রয়েছে এবং স্ট্যান্ডার্ড ট্রিমের সাথে স্কুটারের সর্বোচ্চ গতি 63 kmph।

প্রায় একইদামে লঞ্চ হলেও কেন নেবেন নতুন Chetak স্কুটার? দেখে নিন 5 বিশেষ কারণ

5. কি অনুপস্থিত স্কুটারে?
Chetak Urbane নানান নতুন ফিচারসের সাথে এলেও সেখানে 800-ওয়াট চার্জার মিস করেন অনেকে। নতুন ভেরিয়েন্টে অবশ্য 650-ওয়াট চার্জার রয়েছে। তবে এই চার্জার দিয়ে চার্জ করে সময় লেগে যায় 4 থেকে 5 ঘণ্টা।

About Author