TRENDS
Advertisement

TVS X নাকি OLA S1X, কোন স্কুটারটা আপনার জন্য উপযুক্ত? পার্থক্য দেখে নিজেই বিচার করুন

দুই স্কুটারই দারুণ শক্তিশালী, কিন্তু আপনার পছন্দের কোনটি? দেখে নিন সমস্ত ফিচারস এবং দামের পার্থক্য

Published By: Ritwik | Published On:

মানুষ আজকাল বৈদ্যুতিক স্কুটার গুলোই বেশি পছন্দ করেছেন। এক্ষেত্রে বেশিরভাগ স্টার্টআপ কোম্পানি বাজারের অধিকাংশ ধরে রেখেছে। তবে প্রথাগত কোম্পানি গুলোও ধীরে ধীরে প্রতিযোগিতায় নেমেছে। এক্ষেত্রে TVS X এবং Ola S1X বড় প্রতিযোগী। কিন্তু আপনি নেবেন কোনটি? TVS X নাকি OLA S1X, কোন স্কুটারটা আপনার জন্য উপযুক্ত? পার্থক্য দেখে নিজেই বিচার করুন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Ola S1X
মোট দুইটি ব্যাটারি প্যাকের সাথে এসেছে বাজারে। একটি হলো 2 kWh অন্যটি 3 kWh। ব্যাটারি প্যাকের বিভিন্নতার জন্য মাইলেজও ভিন্ন ভিন্ন। 3kWh ব্যাটারি একবার ফুল চার্জে মোট 152 কিমি মাইলেজ দেয়। Ola S1X স্কুটারে সর্বোচ্চ গতিবেগ রয়েছে 90kmph। সেটি শুন্য থেকে 40 kmph গতিতে পৌঁছাতে 3.3 সেকেণ্ড সময় নেয়। 34 লিটারের স্টোরেজ পেয়ে যাবেন।

ola s1x

ডিজিটাল ইনস্ট্রুমেন্টস ক্লাস্টার, স্মার্টফোন কানেকশন এবং MoveOS4 আপডেট ছাড়া থাকছে LED লাইটিং, ডুয়াল টোন কালার ইত্যাদির সুবিধাও দেখতে পাবেন এখানে। 2kwh ব্যাটারি প্যাকের দাম রয়েছে 89,999 টাকা দিতে হবে। এবং Ola S1X 3kwh ব্যাটারি প্যাকের দাম 99,999 টাকা।

TVS X
এই স্কুটারে শক্তিশালী 4.44 kWh ব্যাটারি প্যাক দেখতে পাবেন আপনি। 12 ইঞ্চি অ্যালয় হুইল সহ শক্তিশালী মোটরের সাহায্যে মাত্র 4.5 সেকেন্ডেই 60 কিমির গতিতে পৌঁছে যায় স্কুটারটি। একবার ফুলচার্জে স্কুটারটি মোট 140কিমি পর্যন্ত ছুটতে সক্ষম। অ্যালুমিনিয়াম টুইন-স্পার ফ্রেম সহ স্কুটারটির এক্স-শোরুম দাম 2.49 লক্ষ টাকা।

TVS X নাকি OLA S1X, কোন স্কুটারটা আপনার জন্য উপযুক্ত? পার্থক্য দেখে নিজেই বিচার করুন

105 kmph এর সর্বোচ্চ গতি রয়েছে TVS X এ। 7000 ওয়াটের শক্তিশালী মোটর মোট 40 Nm এর পিক টর্ক উৎপন্ন করে। শুধুমাত্র 1টি ভেরিয়েন্ট এবং 1টি রঙের বিকল্পেই কিনতে পারেন এটিকে। 3 ঘন্টা 40 মিনিটে 80 শতাংশ পর্যন্ত চার্জ হয় X।

About Author