Read In
Whatsapp
Electric Vehical

বৈদ্যুতিক স্কুটারের দুনিয়ায় বড় পরিবর্তন আনবে TVS, Ola-Ather এর বাজার ধরতে আসছে লেটেস্ট TVS X

TVS এর নতুন Concept ইলেক্ট্রিক স্কুটার X বাজারে এসেছে। শুরুর থেকেই সেই নিয়ে দারুণ কৌতূহল তৈরি হয়েছে আম জনতার মধ্যে। কিন্তু স্কুটারটি বেশ ভরসাযোগ্য। দেখে নিন কোন কোন কারণে আপনি এই স্কুটারের ওপর ভরসা করতে পারেন।

ডিজাইন : সম্পূর্ন নতুন প্ল্যাটফর্মের ওপর তৈরি হয়েছে গাড়িটির ডিজাইন। ডিজাইন যেমন দারুণ তেমনই আগ্রাসী লুক রয়েছে এখানে। সমস্ত কিছু মিলিয়ে নতুন ডিজাইন দেখলে আপনি তারিফ পেতে বাধ্য। একনজরে দেখলে মনে হবে যেন স্কুটার এবং বাইকের ক্রস করে তৈরি হয়েছে TVS X।

ফিচারস: স্কুটারে থাকছে বিরাট আকারের 10.2-ইঞ্চি HD+ TFT ডিসপ্লে। এটি টাচস্ক্রিন সমর্থন করে। স্কুটারটি বাকিদের থেকে একেবারেই ভিন্ন। স্কুটারটির সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করা যায় এখান থেকে। ন্যাভিগেশনের জন্যও অতিরিক্ত ফিচারস রয়েছে ডিজিট্যাল ডিসপ্লে তে।

পাওয়ারট্রেন: এই বৈদ্যুতিক স্কুটারের সর্বোচ্চ শক্তি 11 kW (15 PS), এবং 7 kW (9.5 PS)। এর সাথে সেটি মোট 40 Nm এর টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্কুটার চালানোর জন্য তিনটি ভিন্ন ভিন্ন মোড রয়েছে। উল্লেখ্য যে, স্কুটারের সর্বোচ্চ গতি রয়েছে 105 kmph।

মাইলেজ: কোম্পানি দাবি অনুযায়ী TVS X মোট 140 কিমি মাইলেজ দিতে সক্ষম।

দাম: TVS X এর এক্স শোরুম দাম 2,49,990 টাকা। এখানে 950W পোর্টেবল চার্জার সহ 3kW এর স্মার্ট এক্স হোম ফাস্ট চার্জারও পাওয়া যাবে।

Back to top button