জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আজকাল চাহিদা বেড়েছে বৈদ্যুতিক স্কুটারের। নতুন শক্তিশালী ইলেক্ট্রিক স্কুটারগুলো বাজারে আসায় কিছুটা হলেও স্বস্তিতে আম জনতা। কিন্ত এক্ষেত্রে ঘন ঘন চার্জিংয়ের সমস্যাটিও কম কিছু নয়। কারণ ইলেক্ট্রিক স্কুটার গুলো চার্জ হতে বেশ অনেকটা সময় নেয়। কিন্তু TVS এর নতুন iQube আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দেবে। অপেক্ষাকৃত সস্তা দামেই গাড়িটি কিনতেও পারবেন আপনি।
বৈদ্যুতিক স্কুটারের ট্রেন্ডে গা ভাসিয়েছেন বহু মানুষ। আর তাই গত 2022-23 সালে মোট 10 লাখের থেকেও বেশী বৈদ্যুতিক যানবাহন বিক্রি হয়েছে। জ্বালানি চালিত গাড়ির জায়গায় ব্যাটারি চলিত গাড়ি মানুষের অধিক পছন্দের হয়ে ওঠেছে। আর আপনিও যদি ই-স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে TVS iQube একটি দারুণ অপশন।
TVS এর iQube স্কুটারটি একবার চার্জে 100 কিমি পর্যন্ত ছুটতে পারে। আবার গাড়িটির আসন্ন ভার্সনের রেঞ্জ থাকবে 140 কিমি। স্কুটারের টপ স্পিড রয়েছে 78 কিমি প্রতি ঘন্টা। গাড়িটির 3.4kWh এর ব্যাটারি প্যাক 4 থেকে 5 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়। iQube মোট দুটি ভেরিয়েন্ট, Standard এবং S এই দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। ভেরিয়েন্ট দুটির দাম রয়েছে 1,55,603 এবং Rs 1,62,296 টাকা।
TVS iQube-এ আপনি 5 ইঞ্চির TFT স্ক্রিন পেয়ে যাবেন, সেখানে ব্যাটারি, রাইডিং ইত্যাদি সহ একাধিক তথ্য দেখা সম্ভব হবে। SmartXonnect অ্যাপের মাধ্যমে কল, SMS এলার্ট, জিওফেন্সিং, নেভিগেশন, রিমোট চার্জ অ্যাসিস্ট ইত্যাদি সুবিধা মিলবে। এছাড়া 3 বছর অথবা 50,000 কিলোমিটার পর্যন্ত ব্যাটারির ওপর ওয়ারেন্টি মিলবে।