TRENDS
Advertisement

পেট্রোল চালিত স্কুটারের বাজার শেষ করতে বাজারে আসছে নতুন তিন ই-স্কুটার, এক চার্জে ছুটবে 150KM!

ইলেকট্রিক স্কুটার বাজারে রয়েছে বহু সময় ধরে কিন্তু পেট্রোল চালিত স্কুটারের বাজারে পা রাখতে পারেনি বৈদ্যুতিক স্কুটার। তবে ধীরে ধীরে সেই ছবিতে পরিবর্তন আসছে। Ola, Ather ইত্যাদির রমরমার ফলে কিছুটা…

Published By: Ritwik | Published On:

ইলেকট্রিক স্কুটার বাজারে রয়েছে বহু সময় ধরে কিন্তু পেট্রোল চালিত স্কুটারের বাজারে পা রাখতে পারেনি বৈদ্যুতিক স্কুটার। তবে ধীরে ধীরে সেই ছবিতে পরিবর্তন আসছে। Ola, Ather ইত্যাদির রমরমার ফলে কিছুটা হলেও বিক্রি কমেছে Honda, Hero ইত্যাদির স্কুটারের। এবার আপনিও যদি বৈদ্যুতিক স্কুটার কিনতে চান তাহলে শীঘ্রই বাজারে আসছে তিনটি নতুন ই-স্কুটার। চলুন দেখে নেওয়া যাক সেগুলো।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Ather 450 Apex পেট্রোল চালিত স্কুটারের বাজার শেষ করতে বাজারে আসছে নতুন তিন ই-স্কুটার, এক চার্জে ছুটবে 150KM!
সদ্যই সামনে এসেছে Ather এর লেটেস্ট 450 Apex। খোদ কোম্পানির CEO স্কুটারটির উন্মোচন করেন। লেটেস্ট স্কুটারটি Ather এর টপ এন্ড স্কুটার হয়ে চলেছে। Ather 450 Apex স্কুটারের কর্মক্ষমতা বাড়ানোর জন্য নতুন হার্ডওয়্যার এবং উল্লেখযোগ্য সফ্টওয়্যার আপগ্রেড করেছে কোম্পানি। শীঘ্রই বাজারে দেখা যাবে স্কুটারটি।

Simple Dot One পেট্রোল চালিত স্কুটারের বাজার শেষ করতে বাজারে আসছে নতুন তিন ই-স্কুটার, এক চার্জে ছুটবে 150KM!
বেঙ্গালুরু স্থিত স্টার্টআপ Simple Energy এর লেটেস্ট প্রোডাক্ট Simple Dot One। আগামী 15 ডিসেম্বর স্কুটারটি লঞ্চ করবে কোম্পানি। সেখানে 151 কিমি মাইলেজ থাকতে চলেছে আর সাথে বড় মাপের 3.7 kWh ব্যাটারি প্যাক থাকছে। বড়সড় আকারের বেশ পেশিবহুল ডিজাইন হতে চলেছে স্কুটারটির।

Kinetic Green Electric Scooter 
পুনে-ভিত্তিক কোম্পানি, কাইনেটিক গ্রীন এনার্জি অ্যান্ড পাওয়ার সলিউশন লিমিটেড। কয়েকদিন আগেই কোম্পানি ঘোষণা করে যে তারা মধ্যপ্রদেশ সরকারকে 200 টিরও বেশি ফ্লেক্স ইলেকট্রিক স্কুটার সরবরাহ করবে। কাইনেটিক গ্রীন ফ্লেক্স উচ্চ-গতির বৈদ্যুতিক স্কুটার। সেখানে 3.1 kWh ব্যাটারি প্যাক রয়েছে এবং স্কুটারটি একবার চার্জে 120 কিমি পর্যন্ত ছুটতে সক্ষম।

About Author