TRENDS
Advertisement

এক চার্জে ছুটবে 90 KM, এবার আরো সস্তায় Bajaj-র এই বেস্ট সেলিং EV

বাজাজ তাদের বৈদ্যুতিক স্কুটার চেতক লঞ্চ করেছে বাজারে। পূর্বে দাম কিছুটা বেশি থাকলেও দাম ধীরে ধীরে কিছুটা কমিয়েছে কোম্পানি। এবার বিশেষ অফার ঘোষণা করেছে তারা। উৎসবের মরশুমে বাম্পার ছাড় দিচ্ছে…

Published By: Ritwik | Published On:

বাজাজ তাদের বৈদ্যুতিক স্কুটার চেতক লঞ্চ করেছে বাজারে। পূর্বে দাম কিছুটা বেশি থাকলেও দাম ধীরে ধীরে কিছুটা কমিয়েছে কোম্পানি। এবার বিশেষ অফার ঘোষণা করেছে তারা। উৎসবের মরশুমে বাম্পার ছাড় দিচ্ছে কোম্পানি। বেশ সস্তায় ই স্কুটারটি বাড়ি আনতে পারবেন আপনিও।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
bajaj chetak
bajaj chetak

মোট 16 হাজার টাকা ছাড়ের ঘোষণা করেছে বাজাজ অটো। অর্থাৎ মাত্র 1.15 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথেই কিনতে পারবেন ই স্কুটারটি। এই দামের সাথে আরো বেশী আকর্ষণীয় হয়ে ওঠেছে Bajaj Chetak। ই কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকেও কিনতে পারেন স্কুটারটি। উল্লেখ্য, এই দাম শুধুমাত্র স্টক শেষ না হওয়া পর্যন্তই বৈধ।

গ্রাহকদের জানিয়ে রাখি, এই অফার আপাতত কেবল তামিলনাড়ু এবং কর্ণাটকের গ্রাহকদের জন্যই উপলব্ধ। শক্তিশালী এই স্কুটারে দারুণ সমস্ত ফিচারস রয়েছে। সেখানে দেখতে পাবেন স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী পাওয়ারট্রেন। থাকছে অল-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইন্টিগ্রেটেড হর্সশু ডিজাইনের ডিআরএল সহ এলইডি হেডল্যাম্প। সিঙ্গেল-পিস সিট এবং অ্যালয় হুইলও রয়েছে Chetak এ।

এক চার্জে ছুটবে 90 KM, এবার আরো সস্তায় Bajaj-র এই বেস্ট সেলিং EV

জানিয়ে রাখি যে, একবার সম্পূর্ন চার্জে চেতক মোট 90 কিমি পর্যন্ত ছুটতে পারে। 3 kWh এর ব্যাটারি এবং 4080 ওয়াটের মোটর সর্বোচ্চ 16Nm টর্ক জেনারেট করে। চেতক স্কুটারটিকে একবার সম্পূর্ন চার্জ করতে মোট 5 ঘণ্টা সময় লাগে। চালকের নিরাপত্তার জন্য স্কুটারে সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে।

About Author