জ্বালানি তেলের দাম বাড়তেই থাকায় বেশ সমস্যাতে ভুগছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে বৈদ্যুতিক স্কুটারের ওপর মানুষের ভরসা বেড়েছে বেশ অনেকটা। আর কম দামের ইলেক্ট্রিক স্কুটারগুলো মানুষের ভারী পছন্দের হয়ে ওঠেছে। এই মার্কেটে একগুচ্ছ বৈদ্যুতিক স্কুটার রয়েছে যদিও, কিন্তু আপনি নেবেন কোনটা? চলুন জেনে নেওয়া যাক।
এক্ষেত্রে সস্তায় আপনি দুটি ইলেক্ট্রিক স্কুটার কিনে নিতে পারেন, চলুন দেখে নেওয়া যাক সেগুলো
1) Detel EV Easy Plus : একবার এই স্কুটারটি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে প্রায় 60 কিলোমিটার অবধি চলতে পারে। 20 Ah ব্যাটারি ক্ষমতা সহ উচ্চ-ক্ষমতার দুই চাকার গাড়িতে পরিণত করে। সর্বোচ্চ 25 কিলোমিটার প্রতি ঘণ্টা বেজে ছুটতে পারে সেটি। আর স্কুটারের ব্যাটারি 2 বছরের বা 40000 কিমির ওয়ারেন্টির সাথে আসে। 250 ওয়াটের মোটর সহ ড্রাম ব্রেক দেওয়া হয়েছে সেখানে
Detel EV Easy Plus স্কুটারটি বাজারে 46,999 টাকায় উপলব্ধ রয়েছে। আপনি কোম্পানির ওয়েবসাইট বা অফিসিয়াল ডিলারশিপ থেকে গাড়িটি বুক করতে পারেন 1000 টাকা দিয়ে। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক সাসপেনশন আপনার যাত্রাকে সুমধুর করে তুলবে।
2) Avon E Plus : এই স্কুটারে 220 ওয়াটের একটি মোটর লাগানো হয়েছে যার ফলে সর্বোচ্চ 24 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে সেটি। একবার ফুলচার্জে গাড়িটি 50 কিমি ছুটতে পারে। টিউবলেস টায়ার সহ 25000 টাকায় গাড়িটি কিনতে পারেন। আপাতত এই স্কুটারটি কেবল একটি ভ্যারিয়েন্টেই বিক্রি হচ্ছে বাজারে। শহরের রাস্তা হোক কি গ্রামের, সমস্ত ক্ষেত্রেই আপনি দারুণ অভিজ্ঞতা পাবেন এই স্কুটারে।