TRENDS
Advertisement

এগুলোই ভারতের শীর্ষ ব্যাটারি স্কুটি প্রস্তুতকারক সংস্থা, দেখে নিন তালিকা

দেশের সেরা 5টি ইলেকট্রিক স্কুটার কোম্পানি এগুলো, বিস্তারিত তালিকা দেখে নিন

Published By: Ritwik | Published On:

সাম্প্রতিক সময়ে ব্যপকভাবে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা বেড়েছে। এক্ষেত্রে চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি ভারতের বাজারে নিজেদের স্কুটার লঞ্চ করেছে। বর্তমান সময়ে Ola S1 pro থেকে TVS iQube বা Bajaj Chetak সহ একাধিক স্কুটার বিক্রীর নয়া রেকর্ড গড়েছে। কিন্তু জনেন কি ভারতের সর্ববৃহৎ ইলেক্ট্রিক স্কুটার নির্মাতা কোন কোম্পানিগুলো?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এগুলোই ভারতের শীর্ষ ব্যাটারি স্কুটি প্রস্তুতকারক সংস্থা, দেখে নিন তালিকা

1) TVS: এগুলোই ভারতের শীর্ষ ব্যাটারি স্কুটি প্রস্তুতকারক সংস্থা, দেখে নিন তালিকা টু-হুইলার মার্কেটে নিজেদের বড় জায়গায় নিয়ে গিয়েছে TVS। দেশের বাজারে তৃতীয় এবং বিশ্বব্যাপী তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছে তারা। আগস্ট মাসে মোট 23,887 টি iQube বিক্রি করেছে TVS Motors

2) Ola Electric: এগুলোই ভারতের শীর্ষ ব্যাটারি স্কুটি প্রস্তুতকারক সংস্থা, দেখে নিন তালিকা পরিবহন পরিষেবা দেওয়া ওলা ইলেকট্রিক মোবিলিটিও বৈদ্যুতিক স্কুটারের ক্ষেত্রে বড় কোম্পানি হয়ে ওঠেছে। বিশ্বের সবচেয়ে বড় টু হুইলার কারখানাও নির্মাণ করেছে তারা। ভারতের বাজারে বিক্রির নয়া রেকর্ড বানিয়েছে তারা। অসাধারণ 17.57% গ্রোথের সাথে এগিয়ে চলেছে সংস্থাটি। বর্তমানে বিক্রি কিছুটা কমলেও আগস্ট মাসে 18,628টি বৈদ্যুতিক স্কুটার বিক্রি করেছে Ola।

3) Ather Energy: এগুলোই ভারতের শীর্ষ ব্যাটারি স্কুটি প্রস্তুতকারক সংস্থা, দেখে নিন তালিকা ভারতের বাজারে উন্নতমানের ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করে তাক লাগিয়ে দেয় ather energy। বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ সংস্থাটি অত্যাধুনিক বৈদ্যুতিক স্কুটার অফার করে, যা শুধুমাত্র অসামান্য পারফরম্যান্সই দেয় না সাথে রাইডারকে বেশ কমফোর্ট প্রদান করে। মোট 7064 টি Ather Electric Scooter বিক্রি করেছে Ather Energies।

4) Greaves Electric Mobility: এগুলোই ভারতের শীর্ষ ব্যাটারি স্কুটি প্রস্তুতকারক সংস্থা, দেখে নিন তালিকা 2923 টি ইলেকট্রিক স্কুটারের সাথে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে Greaves Electric Mobility।

5) Okinawa Auto Tech : এগুলোই ভারতের শীর্ষ ব্যাটারি স্কুটি প্রস্তুতকারক সংস্থা, দেখে নিন তালিকা2015 সালে শুরু হয় এই কোম্পানি। তারপর থেকেই নিজেদের বিস্তৃত করে চলেছে তারা। 2022 সালে মোট 101,366 ইউনিটের ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে Okinawa। আগস্ট মাসে Okinawa মোট 1998 টি ইলেকট্রিক স্কুটার বিক্রি করে Okinawa Auto Tech।

এগুলোই ভারতের শীর্ষ ব্যাটারি স্কুটি প্রস্তুতকারক সংস্থা, দেখে নিন তালিকা

এছাড়া এই তালিকায় রয়েছে Bounce Infinity E1, Ampere Vehicles, Simple One, Pure EV এবং 10 নাম্বারে আছে বাজাজ অটো।

About Author