সম্প্রতি রিপোর্ট আসে রেকর্ড সেল করেছে Ola। বর্তমানে ভারতের ইলেকট্রিক স্কুটারের মার্কেটের 35% একাই দখল করে রয়েছে এই কোম্পানি। প্রতি বছর রেকর্ড হারে বাড়ছে তাদের বিক্রি। এমতাবস্থায় বছরের শেষ প্রান্তে এসে বড়সড় ছাড়ের ঘোষণা করেছে Ola। S1X+ স্কুটারে মিলছে 20 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট।
নতুন ছাড়ের সাথে সাথে স্কুটারের এক্স-শোরুম দাম এখন 89,999 টাকা। 1 লক্ষ টাকার থেকেও দাম কমার সাথে সাথে দারুণ অপশন হয়ে ওঠেছে Ola S1X+। এখানে উল্লেখ্য যে, এই অফার কেবলমাত্র 31 শে ডিসেম্বর পর্যন্তই উপলব্ধ কেবল। বছর শেষ হওয়ার আগে স্টক খালি করতেই অফারের ঘোষণা করেছে Ola।
Ola S1X+ স্কুটারে রয়েছে 3 kwh ব্যাটারি প্যাক। এই ব্যাটারির ওপর 3 বছর অথবা 40,000 কিলোমিটারের ওয়ারেন্টি পাবেন আপনি। ব্যাটারি একবার ফুল চার্জ হলে মোট 151 কিলোমিটারের দিতে সক্ষম। এছাড়া ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় নেয় 7.4 ঘণ্টা। প্রসঙ্গত, মাত্র 3.3 সেকেন্ডেই স্কুটারটি 0-40 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এবং সেটির টপ স্পিড 90 কিমি প্রতি ঘণ্টা।
ফিচারসের দিকেও ঠাসা Ola S1X+। থাকছে ইন্টারনেট কানেক্টিভিটি, মোবাইল কানেক্টিভিটি, অ্যাপ সাপোর্ট, 5 ইঞ্চি ডিসপ্লে, ডিজিটাল স্পিডোমিটার সহ ওডোমিটার, বিভিন্ন রাইডিং মোড, ফোন কল, SMS সাপোর্ট, নেভিগেশন ইত্যাদি।