TRENDS
Advertisement

60 হাজারের বাজেটে লঞ্চ হল নয়া ই-স্কুটার, দাম সাধ্যের মধ্যে থাকলেও ফিচারস টেক্কা দেবে Ola, Ather কে!

বর্তমানে বিভিন্ন ইলেক্ট্রিক স্কুটারের বেশ রমরমিয়ে বিক্রি চলছে। নানান নতুন কোম্পানিও এই বাজারে তাই নিজেদের প্রচার এবং প্রসার বাড়িয়েছে। সম্প্রতি Odysse নামের এক কোম্পানি তাদের Odysse E2GO Graphene নামের বৈদ্যুতিক…

Published By: Ritwik | Published On:

বর্তমানে বিভিন্ন ইলেক্ট্রিক স্কুটারের বেশ রমরমিয়ে বিক্রি চলছে। নানান নতুন কোম্পানিও এই বাজারে তাই নিজেদের প্রচার এবং প্রসার বাড়িয়েছে। সম্প্রতি Odysse নামের এক কোম্পানি তাদের Odysse E2GO Graphene নামের বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে বাজারে। একবার চার্জে সেটি মোট 100 কিমি পর্যন্ত ছুটতে সক্ষম। 60 হাজারের বাজেটে লঞ্চ হল নয়া ই-স্কুটার, দাম সাধ্যের মধ্যে থাকলেও ফিচারস টেক্কা দেবে Ola, Ather কে!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Odysse E2GO Graphene একটি হাই এন্ড স্কুটার, সেখানে বেশ বড় আকারের টায়ার দেখতে পাবেন আপনি। ছয়টি আকর্ষণীয় রঙের সাথে মাত্র 63,550 টাকায় কিনতে পারেন এটিকে। এছাড়া মাত্র 8 ঘন্টার মধ্যেই স্কুটারটি পুনরায় চলতে সক্ষম। অর্থাৎ স্কুটারের চার্জিং টাইম মাত্র 8 ঘণ্টা। এখানে উল্লেখ্য যে, এই স্কুটারের জন্য কোনো লাইসেন্সের দরকার পড়েনা।

অনলাইন ই-কমার্স সাইট Flipkart থেকে স্কুটারটি কিনতে পারেন আপনি। মুম্বাইয় ভিত্তিক Odysse Electric স্টার্টআপ কোম্পানি তাদের ইভি স্কুটারটিতে USB চার্জিং পোর্ট, অ্যান্টি-থেফট লক, কিলেস এন্ট্রি, এবং ডিজিটাল স্পিডোমিটারের মতো উন্নত বৈশিষ্ট্য দিয়েছে। স্কুটারটিতে অ্যালয় হুইল এবং ভারী সাসপেনশন দেখতে পাবেন। এছাড়া সেখানে ডিস্ক ব্রেকও দেখতে পাবেন আপনি।

60 হাজারের বাজেটে লঞ্চ হল নয়া ই-স্কুটার, দাম সাধ্যের মধ্যে থাকলেও ফিচারস টেক্কা দেবে Ola, Ather কে!

স্কুটারটি একটি ভেরিয়েন্ট এবং পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। বাজারে এই স্কুটারের দাম রয়েছে 63,550 টাকা। এবং একবার চার্জে স্কুটারটি 60 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। সর্বোচ্চ 25 কিমি প্রতি ঘণ্টা গতির সাথে আরামদায়ক যাত্রার জন্য টেলিস্কোপিক ফর্ক এবং মনোশক সাসপেনশনও রয়েছে।

About Author