Read In
Whatsapp
Electric Vehical

ঠিক যেন Nano,সবচেয়ে ছোট EV লঞ্চ করল এই কোম্পানি! MG Comet ও পাত্তা পাবেনা এই গাড়ির সামনে

সম্প্রতি এমন একটি গাড়ি লঞ্চ হয়েছে যা বাকি সমস্ত জ্বালানি গাড়িকে তো বটেই, সাথে নানান বৈদ্যুতিক গাড়ি নির্মাতাকেও বড় চ্যালেঞ্জ জানিয়েছে। এই কোম্পানির নাম চেরি নিউ এনার্জি। তারা “লিটল অ্যান্ট” নামে নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে বাজারে। তাই নিয়েই বিরাট উচ্ছাস প্রকাশ বাজারে। আজ সবচেয়ে ছোট আকারের এই বৈদ্যুতিক গাড়ি টেক্কা দিচ্ছে বড় বড় কোম্পানিকেও।

আপনাদের জানিয়ে দিই যে, গাড়িটি চিনে লঞ্চ হয়েছে। মোট 77,900 ইউয়ানে (ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 8.92 লাখ টাকা) গাড়িটি লঞ্চ করেছে চেরি নিউ এনার্জি। টপ মডেলের দাম 82,900 ইউয়ান, ভারতীয় মুদ্রায় 9.49 লক্ষ টাকা। যে দামে এবং সেগমেন্টে গাড়িটি লঞ্চ হয়েছে তা MG Comet EV, Tata Tiago EV, এবং Citroen eC3-এর মতো গাড়িকে জোর টক্কর দেবে।

লিটল অ্যান্ট গাড়িতে সমস্ত ধরনের সুবিধাই রয়েছে। যেমন ডিজাইন, সেখানে নতুন হেডলাইট, ডিআরএল, এবং Qq লোগো সহ ফ্রন্ট গ্রিল গাড়িটিকে বেশ স্পোর্টি লুক দেয়। গাড়ির ভেতরেও রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড। সেখানে 10.1-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ আধুনিক স্টিয়ারিং হুইল এবং স্লিম এয়ার ভেন্ট সহ নানান অত্যাধুনিক ফিচারস রয়েছে।

লিটল অ্যান্টের ক্ষমতাও কম নয়। গাড়িটি মোট 50 PS শক্তি এবং 95 Nm এর পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। হাই-স্পেকসের ক্ষেত্রে এই পাওয়ারট্রেন বেড়ে হয় 76 PS এবং 150 Nm। উল্লেখ্য যে, গাড়িতে তিনটি ব্যাটারি প্যাকের অপশন রয়েছে। টপ মডেলের ক্ষমতা 40.3 kWh। এই ব্যাটারি মোট 408 কিমি মাইলেজ দেয়।

গাড়িটি ইতিমধ্যেই চিনের বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রতি মাসে 14,699 টি ইউনিট বিক্রি করে চিনা বাজারে নিজেকে আরো বড় প্রতিদ্বন্দ্বী করে তুলেছে লিটল অ্যান্ট। এখানে জানিয়ে রাখি যে, গাড়িটি দুর্দান্ত স্পেক্স এবং সাধ্যের মধ্যে থাকলেও ভারতে গাড়িটি লঞ্চ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

Back to top button