বৈদ্যুতিক গাড়ির বাজারে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে Tata motors। Tiago থেকে Nexon এর বেশ কয়েকটি বৈদ্যুতিক ভেরিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি। সম্প্রতি তারা Nexon EV এর Facelift ভার্সন লঞ্চ করেছে। সেখানে গাড়িটির পারফরম্যান্স থেকে পাওয়ারট্রেন সমস্ত কিছুতেই বড় পরিবর্তন দেখা গিয়েছে। এবার খবর আসছে টাটা মোটরসের আরেকটি গাড়ির EV ভার্সন নিয়ে।
শীঘ্রই আসতে পারে টাটা পাঞ্চের বৈদ্যুতিক ভেরিয়েন্ট। গাড়িটি নিয়ে বহুদিন ধরেই নানান কথা শোনা যাচ্ছে বাজারে। শুধু তাই না, স্পাইটেস্টিং চালানোর সময় অনেকবার ধরাও পড়েছে সেটি। Punch EV নিয়ে নানান তথ্যও সামনে এসেছে। চলুন কি কি জানা যাচ্ছে তাই দেখে নেওয়া যাক।
Punch এর বৈদ্যুতিক ভার্সন এবং জ্বালানি গাড়ির মধ্যে ডিজাইন এবং লুকে সেরকম তফাৎ দেখা যাবেনা। তবে EV হওয়ার কারণে গাড়িতে পরিবর্তন থাকবে। যেমন সামনে নতুন ধরনের ফ্রন্ট ফ্যাসিয়া থাকছে। সম্প্রতি যেসমস্ত স্পাইশট সামনে এসেছে সেখানে ভালোভাবে ঢাকা দেওয়া হলেও গাড়িটির সাইড এবং রিয়ার প্রোফাইল বেশ স্পষ্টই দেখা যাচ্ছে।
Punch EV তে নতুন LED হেডল্যাম্প সহ, EV গ্রিল, লম্বা LED লাইটবার সমস্তই দেখা যাচ্ছে বিভিন্ন স্পাইশট থেকে। Nexon EV Facelift এর সাথে ডিজাইনের সঙ্গতি রেখেই তৈরি হচ্ছে নতুন Punch EV। উল্লেখ্য যে, ডিজাইনে যা পরিবর্তন আসছে তা জ্বালানি চালিত Punch এর Facelift ভার্সনে দিতে পারে টাটা মোটরস।
ভেতরে নতুন 10.25-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্যাকলিট লোগো এবং চারদিকে নীল অ্যাকসেন্ট সহ Tata-এর টু-স্পোক স্টিয়ারিং হুইল রয়েছে গাড়িতে। এছাড়া আশা করা যাচ্ছে যে, Punch EV গাড়িতে 30 kWh এর ব্যাটারি প্যাক থাকবে। আর গাড়িটির একবার চার্জে 350 km মাইলেজ দিতে সক্ষম। গাড়িটি অবশ্য দুটি ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে টাটা। 2023 এর শেষের দিকেই গাড়িটি বাজারে আসতে পারে।