TRENDS
Advertisement

Ather 450S VS OLA S1 Air: জোর প্রতিযোগিতা দুই সংস্থার মধ্যে, দেখে নিন কে সেরা

সাম্প্রতিক সময়ে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা ব্যপক বেড়েছে। বাজারের বিপুল চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি নিজেদের স্কুটার লঞ্চ করেছে। বর্তমান সময়ে TVS iQube বা Bajaj Chetak সহ গাড়ি নির্মাতা কোম্পানির…

Published By: Ritwik | Published On:

সাম্প্রতিক সময়ে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা ব্যপক বেড়েছে। বাজারের বিপুল চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি নিজেদের স্কুটার লঞ্চ করেছে। বর্তমান সময়ে TVS iQube বা Bajaj Chetak সহ গাড়ি নির্মাতা কোম্পানির সাথে সাথে Ola এবং Ather এর মত স্টার্টআপও বিক্রির রেকর্ড বানিয়েছে। কিছুক্ষেত্রে ট্র্যাডিশনাল কোম্পানিগুলোর থেকে বেশি ভালো মানের স্কুটার নিয়ে আসছে বাজারে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Ather 450S VS OLA S1 Air: জোর প্রতিযোগিতা দুই সংস্থার মধ্যে, দেখে নিন কে সেরা

আপাতত বাজারে দুটি দারুণ ইলেক্ট্রিক স্কুটারের কথা বললে নাম আসবে Ola S1 Air এবং Ather 450S (Ather 450S VS OLA S1 Air) কিন্তু কোন স্কুটার নেবেন আপনি? কে এগিয়ে দ্বন্দ্বযুদ্ধে ?

Ather 450S Ather 450S VS OLA S1 Air: জোর প্রতিযোগিতা দুই সংস্থার মধ্যে, দেখে নিন কে সেরা
Ather Energy 450S স্কুটারে একটি 3 kWh ব্যাটারি প্যাক রয়েছে যা একবার চার্জের বিনিময়ে মোট 115 কিমি পর্যন্ত ছুটতে পারবে। শুধু তাই না, মাত্র 3.9 সেকেন্ডেই শুন্য থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছতে পারে গাড়িটি। Ather 450S এর শক্তিশালী 3300 ওয়াটের মোটর সর্বোচ্চ 90 kmph গতিতে পৌঁছে দিতে পারে।

Ather 450S VS OLA S1 Air

অত্যাধুনিক বৈদ্যুতিক স্কুটারটি শুধুমাত্র অসামান্য পারফরম্যান্সই দেয় না সাথে রাইডারকে বেশ কমফোর্টও প্রদান করে। মোট 111.6 কিলো ওজনের স্কুটারটির উচ্চতা 780mm। ফাস্ট চার্জারের সাহায্যে মাত্র পাঁচ ঘন্টাতেই চার্জ সম্পূর্ন হয়ে যায়। গাড়িতে কল এবং এসএমএস অ্যালার্ট, অটো-অফ টার্ন ইন্ডিকেটর, গাইড-মি-হোম লাইট, ডকুমেন্ট স্টোরেজ, ওটিএ সফ্টওয়্যার আপডেট, হিল-হোল্ড কন্ট্রোলের মতো ফিচারসের সাথে 1,29,999 টাকা মূল্যে (এক্স-শোরুম) বাজারে পাওয়া যাচ্ছে।

OLA S1 AirAther 450S VS OLA S1 Air: জোর প্রতিযোগিতা দুই সংস্থার মধ্যে, দেখে নিন কে সেরা
পরিবহন পরিষেবা দেওয়া ওলা ইলেকট্রিক মোবিলিটিও বৈদ্যুতিক স্কুটারের ক্ষেত্রে বড় কোম্পানি হয়ে ওঠেছে। বিশ্বের সবচেয়ে বড় টু হুইলার কারখানাও নির্মাণ করেছে তারা। ভারতের বাজারে বিক্রির নয়া রেকর্ড বানিয়েছে তারা। অসাধারণ 17.57% গ্রোথের সাথে এগিয়ে চলেছে সংস্থাটি। Ola S1 Air গাড়িটির সর্বোচ্চ গতিবেগ 85kmph। একবার সম্পূর্ন চার্জে গাড়িটি মোট 87 কিমি ছুটতে পারে।

Ather 450S VS OLA S1 Air: জোর প্রতিযোগিতা দুই সংস্থার মধ্যে, দেখে নিন কে সেরা

Ola S1 Air এ রয়েছে 2700 watt এর মোটর যা গাড়িটিকে চার সেকেন্ডের মধ্যেই শুন্য থেকে 40kmph গতিতে পৌঁছে দেয়। মাত্র 4.3 ঘণ্টায় চার্জও হয়ে যায় গাড়িটি। স্মার্টফোন কানেক্টিভিটি, ওটিএ আপডেট এবং রিভার্স মোড, সাইড স্ট্যান্ড অ্যালার্টের মতো ফিচারসের সাথে 1,09,999 লক্ষ টাকা (এক্স-শোরুম) দামে পাওয়া যাচ্ছে Ola S1 Air।

About Author