TRENDS
Advertisement

এবার প্রতিটি বাড়িতেই থাকবে ইলেকট্রিক স্কুটার! Simple-র নতুন বাজেট EV-তে থাকছে সস্তায় জম্পেশ ফিচার্স

আসন্ন সময়ে নতুন Electric Scooter লঞ্চ করবে Simple Energy, দেখে নিন কেমন হবে নতুন স্কুটার

Published By: Ritwik | Published On:

দেশের বড় বড় ইলেকট্রিক স্কুটার নির্মাতার তালিকায় নাম রয়েছে Simple Energy এর। তাদের Simple One স্কুটারটি বাজারে বেশ সাড়া ফেলে। এবার আগামী 15 ডিসেম্বর একটি নতুন ই স্কুটার লঞ্চ করতে চলেছে কোম্পানি। যা কিনা Simple One এর থেকে কিছুটা নীচে অবস্থান করবে। 2024 সাল থেকেই সেটির বিক্রিও শুরু করে দেবে Simple। এবার প্রতিটি বাড়িতেই থাকবে ইলেকট্রিক স্কুটার! Simple-র নতুন বাজেট EV-তে থাকছে সস্তায় জম্পেশ ফিচার্স

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নয়া বৈদ্যুতিক স্কুটারটির দাম অত্যন্ত প্রতিযোগিতামূলক হতে চলেছে। কারণ নয়া স্কুটারের দাম হবে 1 লক্ষ টাকার আশেপাশে। আর তারফলে এটি Ola S1X এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। কম দামে উন্নত স্কুটার বিক্রিই টার্গেট Simple এর। আর বিক্রি বাড়লে বাজারে নিজেদের অংশীদারিত্বও বাড়তে চলেছে। তাই প্রতিযোগিতামূলক দামে স্কুটার বিক্রি করতে চায় Simple Energy।

কিছু সময় আগেই Ola নিজেদের S1 সিরিজ আরো বাড়িয়ে তুলেছে। একইসাথে নিজেদের Ather Energy তাদের 450 সিরিজের বিক্রি বাড়িয়ে তুলতে সাশ্রয়ী এবং পরিবার-ভিত্তিক বৈদ্যুতিক স্কুটার আনার পরিকল্পনা করছে৷ সিম্পল ডট স্কুটারটি এক্ষেত্রে সিম্পল এর হাতিয়ার হতে চলেছে। উল্লেখ্য যে, removable battery থাকবে নতুন স্কুটারে। এবার প্রতিটি বাড়িতেই থাকবে ইলেকট্রিক স্কুটার! Simple-র নতুন বাজেট EV-তে থাকছে সস্তায় জম্পেশ ফিচার্স

সিম্পল ওয়ান বর্তমানে একটি 3.7 kWh ব্যাটারি প্যাক ব্যবহার করে এবং সিঙ্গল চার্জে 160 কিলোমিটার রাইডিং রেঞ্জ দাবি করে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে কোম্পানি একটি কম শক্তিশালী বৈদ্যুতিক মোটরের ব্যবহার করতে পারে নতুন স্কুটারে। ডিজাইনেও সামান্য পরিবর্তন দেখা যাবে। এখন দেখার কেমন হবে নতুন Simple Dot।

About Author