![](https://autoscoop.in/wp-content/uploads/2023/08/20230816_214012.jpg)
বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে ভারতে এখন বেশ টক্কর চলছে। ই-স্কুটারের দুনিয়াতে অবশ্য অগ্রণী ভূমিকা পালন করেছে ওলা। বিগত সময়ে উন্নতমানের গাড়ি নিয়ে আসায় Ola এর ওপর ভরসা বেড়েছে আমজনতার। আর S1, S1 Pro এবং Air এর পর 15 আগস্ট আরো নতুন একটি গাড়ি নিয়ে এসেছে Ola Electric।
দেশীয় কোম্পানি Ola ধীরে ধীরে স্টার্টআপ থেকে প্রিমিয়াম কোম্পানিতে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক মানের জমাটি ইলেকট্রিক স্কুটার তৈরি করেছে তারা। মেট্রো শহরের সাথে সাথে Tier II এবং Tier III শহরগুলোকেও টার্গেট করেছে তারা। ফলে বিক্রির নিরীখে Ola Electric এর সামনা সামনিও নেই কেউ। তবে High End Scooter এর পর এবার Low End Electric Scooter নিয়ে এসে বাজার দখল করতে চাইছে সংস্থাটি।
Ola S1X রেঞ্জের তিন তিনটি স্কুটার লঞ্চ করেছে Ola। এগুলো হলো S1X (2kWh), S1X এবং S1X Plus। নিম্নে গাড়িগুলোর দাম এবং ফিচারস দেওয়া হলো।
দাম : Ola S1X (2kWh) গাড়িটির এক্স শোরুম দাম 89,999 টাকা, S1X (3kWh) এর এক্স শোরুম দাম 99,999 টাকা এবং S1X Plus-এর এক্স শোরুম দাম রাখা হয়েছে 1,09,999 টাকা।
Ola S1X এর বৈশিষ্ট্য : Ola S1X বেস মডেলটিতে 2 kWh ব্যাটারি ইউনিট রয়েছে। সেটি মিড-স্পেক মডেল এবং প্লাস মডেলের সাথে আসে। বাইক গুলিতে ব্যাটারি প্যাক রয়েছে 3kWh এবং 4kWh এর। যদিও রেঞ্জ সম্পর্কে এখনই কিছু বলেনি সংস্থাটি। হবে জানা যাচ্ছে গাড়িটির সর্বোচ্চ গতি থাকবে 90 kmph।
স্কুটারটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সহ কানেকটিভিটির সমস্ত ফিচারস উপস্থিত। এছাড়া Ola S1 এর মতই এখানেও টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল রিয়ার স্প্রিংস রয়েছে। 34 লিটারের বুট স্পেস পাওয়া যাবে গাড়িতে।