TRENDS
Advertisement

Ola S1 Vs Ather 450X, কোন ইলেকট্রিক স্কুটার নেবেন আপনি? দেখে নিন এইখানে 

সাম্প্রতিক সময়ে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা ব্যপক বেড়েছে। বাজারের বিপুল চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি নিজেদের স্কুটার লঞ্চ করেছে। বর্তমান সময়ে TVS iQube বা Bajaj Chetak বাজারে এলেও বিক্রির রেকর্ড…

Published By: Ritwik | Published On:

সাম্প্রতিক সময়ে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা ব্যপক বেড়েছে। বাজারের বিপুল চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি নিজেদের স্কুটার লঞ্চ করেছে। বর্তমান সময়ে TVS iQube বা Bajaj Chetak বাজারে এলেও বিক্রির রেকর্ড বানিয়েছে Ola এবং Ather। কিছুক্ষেত্রে ট্র্যাডিশনাল কোম্পানিগুলোর থেকে বেশি ভালো মানের স্কুটারও নিয়ে এসেছে তারা।  Ola S1 Vs Ather 450X

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আপাতত বাজারে দুটি দারুণ ইলেক্ট্রিক স্কুটারের কথা বললে নাম আসবে Ola S1 এবং Ather 450X। কিন্তু কোন স্কুটার নেবেন আপনি? কে এগিয়ে দ্বন্দ্বযুদ্ধে ? আজকের প্রতিবেদনে সমস্ত তথ্য তুলে ধরা হলো। 

বৈশিষ্ট্যOLA S1 ProAther 450X
ব্যাটারি ক্যাপাসিটি3.97 kwh3.7 kwh
রেঞ্জ181 কিলোমিটার150 কিলোমিটার
চার্জিং সময়6.5 ঘণ্টা8.3 ঘণ্টা
ব্যাটারি ওয়ারেন্টি5 বছর5 বছর
ডিসপ্লে7 ইঞ্চি7 ইঞ্চি LCD

Ola S1 Ola S1 Vs Ather 450X, কোন ইলেকট্রিক স্কুটার নেবেন আপনি? দেখে নিন এইখানে 

Ola ইলেক্ট্রিকের টপ মডেল রয়েছে S1 Pro। এই স্কুটারে রয়েছে 3.97 kWh এর ব্যাটারি প্যাক। একবার সিঙ্গল চার্জে S1 Pro মোট 181 km রেঞ্জ দেয়। এছাড়া থাকছে 750 ওয়াটের চার্জার যার সাহায্যে স্কুটারটি 6.5 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়। S1 Pro বৈদ্যুতিক স্কুটারের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.47 লক্ষ টাকা থেকে। 

Ather 450X

Ola S1 Vs Ather 450X, কোন ইলেকট্রিক স্কুটার নেবেন আপনি? দেখে নিন এইখানে 
ফিচারসের দিকে Ola কে জোর টক্কর দেবে Ather। Ather 450X স্কুটারে মোট দুই ধরণের ব্যাটারি প্যাক রয়েছে। এগুলো হলো 3.7 kWh এবং অপেক্ষাকৃত ছোট 2.9kWh এর ব্যাটারি প্যাক। এই দুই ব্যাটারি প্যাকের সাহায্যে 150 কিমি এবং 111 কিমির মাইলেজ পাওয়া যায়। এছাড়া 8.3 ঘণ্টায় স্কুটারটি ফুল চার্জ হয়। Ather 450X এর 2.7 kwh ব্যাটারি প্যাকের দাম 1.37 লক্ষ টাকা এবং 3.7 kwh ব্যাটারি প্যাকের দাম 1.45 লাখ টাকা। 

About Author