TRENDS
Advertisement

Ola Roadster X Electric Bike: ফ্যাক্টরি থেকে সোজা রাস্তায়, রইল সব আপডেট

Ola Electric সম্প্রতি তাদের বহু প্রতীক্ষিত Roadster X সিরিজের ইলেকট্রিক মোটরসাইকেল দুটি লঞ্চ করেছিল। সামান্য বিলম্ব হলেও চলতি বছরেই বাজারে আস্তে চলেছে এই বাইক দুটি

Published By: Debapriya Nandi Sarkar | Published On:

ভারতের electric motorcycle বাজারে নতুন যুগের সূচনা হল। Ola Electric সফলভাবে তাদের বহু প্রতীক্ষিত Roadster X series electric motorcycle-এর প্রথম ইউনিট তামিলনাড়ুর Futurefactory থেকে রোল আউট করল। এই মাইলস্টোন নতুন এক অধ্যায়ের সূচনা করেছে, যেখানে এই motorcycle শীঘ্রই সড়কে দেখা যাবে। দুটি মডেল — Roadster X এবং Roadster X+ — একাধিক শক্তিশালী battery packs এবং Advanced digital technology-তে সজ্জিত, যা EV segment-কে নতুন করে গড়ে তুলবে। এই ঐতিহাসিক মুহূর্তে, Ola Electric-এর প্রতিষ্ঠাতা Bhavish Aggarwal তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই যাত্রাকে electric mobility-র নতুন দিগন্ত হিসেবে বর্ণনা করেছেন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Ola Roadster X Electric Bike: ফ্যাক্টরি থেকে সোজা রাস্তায়, রইল সব আপডেট

Features of the Ola Roadster X & Roadster X+

Ola Roadster X এবং Roadster X+ মডেল দুটি আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি। Roadster X মডেলে ২.৫ কিলোওয়াট-ঘণ্টা থেকে ৪.৫ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি প্যাক বিকল্প রয়েছে, যা ১৪০ কিমি থেকে ২৫২ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করে। এতে তিনটি রাইডিং মোড—Sports, Normal, এবং Eco—অস্তিত্ব রয়েছে, পাশাপাশি স্মার্ট কানেক্টিভিটি এবং USB পোর্টের সুবিধাও রয়েছে।

অন্যদিকে, Roadster X+ মডেলটি ৪.৫ কিলোওয়াট-ঘণ্টা এবং ৯.১ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি প্যাকের সাথে উপলব্ধ, যা ২৫২ কিমি থেকে ৫০১ কিমি রেঞ্জ অফার করে, এবং এর পারফরম্যান্সও উন্নত। এই মডেলে অতিরিক্ত ফিচার যেমন ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোড, এনার্জি ইনসাইটস এবং অ্যাডভান্সড রিজেনারেশন রয়েছে। উভয় মডেলই Ola’র MoveOS 5 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত, যা স্মার্টফোন এবং স্মার্টওয়াচ অ্যাপ ইন্টিগ্রেশনসহ আরও অনেক উন্নত সুবিধা প্রদান করে।

Ola Roadster X Electric Bike: ফ্যাক্টরি থেকে সোজা রাস্তায়, রইল সব আপডেট
Women at work: Shaping the future of motorcycling with the innovative Roadster series.

Launch Timeline

Ola Electric তাদের Roadster X সিরিজের উৎপাদন শুরু করেছে Tamil Nadu-তে অবস্থিত Futurefactory-তে। প্রথম ইউনিটটি উৎপাদন সম্পন্ন হওয়ার পর, এই মডেলটি বর্তমানে রোল আউট হয়েছে। যদিও প্রাথমিকভাবে কিছু বিলম্ব হয়েছিল, এখন Roadster X সিরিজ পুরোপুরি প্রস্তুত।

২০২৫ সালের শেষের দিকে, গ্রাহকদের হাতে এই ইলেকট্রিক মোটরসাইকেল পৌঁছানোর জন্য ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। Roadster X এবং Roadster X+ মডেলগুলির জন্য ব্যাপক চাহিদা তৈরি হওয়ায়, Ola Electric দ্রুত সময়ের মধ্যে এই মডেলগুলি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতে প্রস্তুত।

Ola Electric-এর প্রতিষ্ঠাতা Bhavish Aggarwal এই উৎপাদন রোলআউটকে একটি বড় মাইলস্টোন হিসেবে দেখছেন এবং ভারতীয় বাজারে ইলেকট্রিক মোটরসাইকেলের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

Price & Varient

ModelBattery VariantPrice (Ex-showroom)
Roadster X2.5 kWh₹94,989
3.5 kWh₹1,04,989
4.5 kWh₹1,14,989
Roadster X+4.5 kWh₹1,24,989
9.1 kWh₹1,99,970

 

এই মডেলগুলি পাঁচটি রঙে উপলব্ধ: Industrial Silver, Anthracite, Stellar Blue, Pine Green এবং Ceramic White। Ola Roadster X সিরিজের জন্য ৩ বছরের বা ৫০,০০০ কিলোমিটার পর্যন্ত warranty প্রদান করা হচ্ছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করছি