Ola Electric আজ ভারতের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি। সম্প্রতি দীপাবলির মরশুমে গ্রাহক টানতে দারুণ কিছু অফার দিচ্ছে তারা। ব্যাটারি ওয়ারেন্টি, এক্সচেঞ্জ বোনাস, ওয়্যারেন্টির ওপর ছাড় সহ ডিসকাউন্ট মিলিয়ে 26,500 টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা উপভোগ করতে পারেন। 10 নভেম্বর 2023 থেকে সমস্ত স্কুটার ভেরিয়েন্ট S1 Pro Gen 2, S1 Air, এবং S1 X+-তে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পেতে পারেন৷
নতুন S1 Pro Gen-2 স্কুটারে বিনামূল্যে বর্ধিত ব্যাটারি ওয়ারেন্টির সুবিধাও থাকছে। উল্লেখ্য এই ব্যাটারির মূল্য 7,000 টাকা। সেইসাথে ব্যাটারিতে 50% ছাড় সহ S1 Air এবং S1 X+ স্কুটারেও বর্ধিত ওয়ারেন্টি থাকছে। এছাড়াও গ্রাহকরা তাদের পুরানো জ্বালানি গাড়ির বিনিময় করে S1 Pro Gen-2 কেনার সময় 10,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় এবং S1 Air ও S1 X+ কেনার জন্য 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন।
এছাড়া নির্দিষ্ট ক্রেডিট কার্ড ইএমআইতে 7,500 টাকা পর্যন্ত ছাড় সহ ফিনান্স অফারের সুবিধাও থাকছে। সাথে অন্যান্য ডিল যেমন জিরো ডাউন পেমেন্ট, নো-কস্ট ইএমআই, জিরো-প্রসেসিং ফি এবং 5.99% পর্যন্ত সুদের হারের সুবিধাও পাওয়া যাচ্ছে। এখানে জানিয়ে রাখি যে, প্রতিদিন 999 টাকা দিয়ে একটি Ola স্কুটার ট্রাই করারও অপশন দিচ্ছে কোম্পানি।
ইলেকট্রিক স্কুটারগুলোর দাম কত?
Ola S1 Pro (2nd Generation) এর এক্স শোরুম দাম 1,47,499 টাকা। S1 Air-এর এক্স শোরুম দাম 1,19,999 টাকা। এছাড়া Ola S1X তিনটি ভেরিয়েন্টে রয়েছে এগুলো হলো S1X+ (3kWh), S1 X (3kWh), এবং S1 X (2kWh)। S1 X+ এর এক্স শোরুম দাম 1,09,999 টাকা। S1 X (3kWh) এবং S1 X (2kWh) স্কুটারগুলি এক্স শোরুম দাম যথাক্রমে 99,999 টাকা এবং 89,999 টাকা।