TRENDS
Advertisement

ন্যানোর থেকেও সস্তায় বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করল এই কোম্পানি, ফিচারস থাকছে অফুরন্ত! দাম এক্কেবারে কম

বর্তমানে ভারতীয় বাজারে কিছুটা হলেও গাড়ির দাম বেড়েছে। আবার মানুষ সস্তার গাড়ি ছেড়ে পছন্দ করছেন বড় আকারের বিলাসবহুল সমস্ত গাড়ি। কিন্তু এই মার্কেটে নতুন এক গাড়ি এসেছে যা সস্তার মধ্যেই…

Published By: Ritwik | Published On:

বর্তমানে ভারতীয় বাজারে কিছুটা হলেও গাড়ির দাম বেড়েছে। আবার মানুষ সস্তার গাড়ি ছেড়ে পছন্দ করছেন বড় আকারের বিলাসবহুল সমস্ত গাড়ি। কিন্তু এই মার্কেটে নতুন এক গাড়ি এসেছে যা সস্তার মধ্যেই সমস্ত ফিচারস দিতে সক্ষম। গাড়িটি লঞ্চ করেছে মুম্বাই-ভিত্তিক স্টার্টআপ PMV। তারা সদ্যই বাজারে এনেছে সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি Eas-E।ন্যানোর থেকেও সস্তায় বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করল এই কোম্পানি, ফিচারস থাকছে অফুরন্ত! দাম এক্কেবারে কম

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আপনাদের জানিয়ে রাখি যে, লেটেস্ট PMV Eas-E গাড়িটি আকারে Tata Nano এর চেয়েও ছোট। খুবই কমপ্যাক্ট আকারের গাড়ি এটি। আকারের ছোট হওয়ার সাথে সাথে দামেও সেটি বেশ সস্তা। PMV Eas-E বৈদ্যুতিক গাড়িটির এক্স শোরুম দাম মাত্র 4.79 লক্ষ টাকা। গাড়িতে সামনে দুইজন এবং পিছনে একজনের বসার আসন রয়েছে।

ন্যানোর থেকেও সস্তায় বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করল এই কোম্পানি, ফিচারস থাকছে অফুরন্ত! দাম এক্কেবারে কম

Eas-E গাড়িকে শক্তি জোগানোর জন্য রয়েছে একটি 48V এর ব্যাটারি প্যাক। গাড়িতে থাকা বৈদ্যুতিক মোটর মোট 13.6PS শক্তি এবং 50Nm টর্ক উৎপন্ন করে। এটি তিনটি ড্রাইভিং রেঞ্জ অফার করে, আর এই তিন ড্রাইভিং রেঞ্জের ওপর নির্ভর করে গাড়িটির মাইলেজ পাওয়া যায় 120 কিমি, 160 কিমি এবং 200 কিমি। মাত্র 3-4 ঘন্টার সম্পূর্ণ চার্জিংও হয়ে যায় Eas-E ।ন্যানোর থেকেও সস্তায় বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করল এই কোম্পানি, ফিচারস থাকছে অফুরন্ত! দাম এক্কেবারে কম

PMV Eas-E এ গাড়িতে রয়েছে একগুচ্ছ ফিচারস। সেখানে এলইডি ডিআরএল স্ট্রিপ সহ এলইডি হেডলাইট, ইন্সট্রুমেন্টেশনের জন্য একটি এলইডি স্ক্রিন, স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল, ব্লুটুথ-সাপোর্ট অডিও সিস্টেম, রিমোট পার্ক সেনসিটিভিটি এবং ক্রুজ কন্ট্রোলের মতো ফিচারস পাওয়া যায়। সাথে আবার পাওয়ার উইন্ডো, কিলেস এন্ট্রি, এসি কন্ট্রোল এর মতো আধুনিক সুযোগ সুবিধাও পাওয়া যায়। উল্লেখ্য যে সেগমেন্টে এবং যে দামের সাথে গাড়িটি আসে তাতে গাড়িটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই বাজারে।

About Author