TRENDS
Advertisement

Ola বা Ather নয়, এবার বাজার কাঁপাবে Lectrix-র এই ধাসু ই-স্কুটার! দাম হাতের নাগালেই

বাজেট কম থাকলে দুর্দান্ত অপশন Lectrix ECity Zip, ফিচারস এবং দাম দেখে নিন

Published By: Ritwik | Published On:

সম্প্রতি দেশের বাজারে এমন একটি স্কুটার লঞ্চ হয়েছে যা যাতায়াতের জন্য তো বটেই, সাথে মালপত্র ডেলিভারি করার ক্ষেত্রেও দারুণ উপযোগী হতে পারে। এই স্কুটারটি বাজারে এনেছে Lectrix Motors। স্কুটারের নাম Lectrix ECity Zip। মডার্ন এই ইলেকট্রিক স্কুটার সমস্ত ধরণের কাজের জন্যই স্বার্থক। Ola বা Ather নয়, এবার বাজার কাঁপাবে Lectrix-র এই ধাসু ই-স্কুটার! দাম হাতের নাগালেই

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Lectrix ECity Zip ইলেকট্রিক স্কুটারে রয়েছে ফুল LED লাইটিং। অর্থাৎ সামনের হেডলাইট এবং পিছনের টেল লাইট, উভয় প্রান্তেই LED দিয়েছে Lectrix। চালকের সুবিধার জন্য থাকছে মাল্টি ফাংশান ডিজিটাল ডিসপ্লে এবং কম্বি ব্রেকিং সিস্টেম। এছাড়া বিভিন্ন ধরনের পরিস্থিতিতে চালানোর জন্য রাইডিং মোডও দেওয়া আছে এই স্কুটারে।

2 kWh এর ব্যাটারি স্কুটারটিকে শক্তি যোগাচ্ছে। আর এই ব্যাটারি প্যাকের মাধ্যমে স্কুটারটি সর্বোচ্চ 75 কিমি যেতে সক্ষম। মাত্র 4 থেকে 5 ঘণ্টাতেই Lectrix ECity Zip ফুল চার্জ হয়ে যায়। ইকো এবং পাওয়ার এই দুটি রাইডিং মোড রয়েছে সেখানে। এছাড়া স্কুটারের সর্বোচ্চ গতি 45 kmph।

ইলেকট্রিক স্কুটারটি সর্বোচ্চ 10 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইকো মোডে সেটি 35 কিমি এবং পাওয়ার মোডে 45 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে। ইকো মোডে গতি কম থাকায় মাইলেজ বেশিদূর রয়েছে। যেখানে পাওয়ার মোডে মাত্র 50 কিমি মাইলেজ পাওয়া যায় সেখানে ইকো মোডে 75 কিমি ছুটতে পারে Lectrix ECity Zip। Ola বা Ather নয়, এবার বাজার কাঁপাবে Lectrix-র এই ধাসু ই-স্কুটার! দাম হাতের নাগালেই

155 কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম স্কুটারটি। বাজারে সেটি ইলেকট্রিক রেড, মুডি ওরেঞ্জ, নিওন গ্রিন, জিং ব্ল্যাক এবং জেন হোয়াইট কালারে পাওয়া যায়। Lectrix ECity Zip এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.15 লক্ষ টাকা থেকে। তবে সহজে কেনার জন্য ফাইন্যান্স বা লোনের সুবিধাও রয়েছে।

About Author