দিন দিন যেমন জ্বালানির দাম বাড়ছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। স্কুটার থেকে শুরু করে বাইক গাড়ি সবকিছুই এখন বৈদ্যুতিক। তবে জানেন কি এর মধ্যে রয়েছে অনেক বাই-সাইকেলও। আজকে এমনই এক ই বাই সাইকেলের কথা বলব যার চেহারা আর পাঁচটা ই-সাইকেলের থেকে অনেকটাই আলাদা।
সম্প্রতি এক ধামাকাদার স্টাইলিশ ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে Husqvarna। সংস্থাটি জানিয়েছে, সাইকেলটি বাচ্চাদের জন্য এক্কেবারে পারফেক্ট। এই ইলেকট্রিক সাইকেলটির মডেল নাম্বার EE 1.20। জানা যাচ্ছে 52 কেজি ওজন পর্যন্ত রাইডাররা এই সাইকেলটি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে। সাইকেলটি প্রায় 58.4 সেন্টিমিটার উঁচু।
চার্জারের কথা বললে এতে রয়েছে, 15 কেজি ওজনের 36 V 6AH ব্যাটারি। মাত্র 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় এই ব্যাটরি। উল্লেখ্য, সাইকেলটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এতে রয়েছে 20 ইঞ্চি Innova Pneumatic টায়ার। দুই দিকের চাকাতেই রয়েছে হাইড্রলিক ব্রেক। একবার ফুল চার্জ করে নিলে 30 থেকে 60 মিনিট রানটাইম দিতে পারে সাইকেলটি।
উল্লেখ্য, এই ইলেকট্রিক সাইকেল চালানোর সময় একাধিক রাইডিং মোডের অপশন পাবেন। যে মোড সিলেক্ট করবেন সেই অনুযায়ী সাইকেলের গতি থাকবে। উদাহরণস্বরূপ, ট্রেনিং মোডে সর্বোচ্চ গতিবেগ পাবেন 16 কিমি প্রতি ঘণ্টা। স্ট্যান্ডার্ড মোডে সেই গতি থাকবে 24 কিমি প্রতি ঘন্টা। এদিকে অ্যাডভান্স মোডে সাইকেলটির সর্বোচ্চ গতিবেগ থাকবে 32 কিমি প্রতি ঘন্টা।
পাশাপাশি একটি ডিসপ্লে পাওয়ার মোড ব্যাটারি লেভেল ইন্ডিকেটরও রয়েছে এই সাইকেলটিতে। উন্নত প্রযুক্তির এই সাইকেলটির দামের কথা বললে, সেটা জানার জন্য আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। সূত্রের খবর, চলতি মাসেই সাইকেলের দাম রিভিল করবে সংস্থাটি। উল্লেখ্য, Husqvarna ছাড়াও Gasgas নামক একটি সংস্থা এরকম একটি ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে।
এই সাইকেলটির ফিচার্সের কথা বললে, এতেও রয়েছে 15 কেজি ওজনের 36 AH ক্ষমতা সম্পন্ন যা চার্জ করার জন্য খরচ হয় 3 ঘণ্টা। চলতি অগাস্টেই সাইকেলটির দাম রিভিল করবে সংস্থাটি। জানিয়ে রাখি, ভারতে ইতিমধ্যেই বেশকিছু ই সাইকেল চালু হয়েছে। যারমধ্যে কিছু সাইকেলের দাম 30,000 টাকারও কম। উদাহরণস্বরূপ, Tata Stryder Zeeta, EMotorad X1, Hero Lectro সিরিজ ইত্যাদি।