ইলেক্ট্রিক স্কুটার আজকাল হট কেকের মতো বিক্রি হচ্ছে দেশের বাজারে। বহু মানুষই সেগুলোর ব্যবহার করছেন। মানুষের কাছে পছন্দেরও হয়ে উঠছে এই গাড়িগুলো। কিন্তু জানেন কি ঠিক যে কারণে এই গাড়িগুলো জনপ্রিয় হয়ে ওঠেছে সেক্ষেত্রে এগুলো ঠিক কতটা কার্যকর? সম্প্রতি সেই তথ্য সামনে এসেছে।
ইলেকট্রিক স্কুটার মূলত পরিবেশ সচেতনতার কারনেই আসে বাজারে। আর এক্ষেত্রে আমজনতা মাঝেমধ্যেই জানতে উৎসুক যে, পেট্রোলের স্কুটার বাদ দিয়ে ইলেকট্রিক স্কুটার কিনে ঠিক কত টাকা সঞ্চয় করেছেন এবং এতে পরিবেশের লাভ কতখানি। এক্ষেত্রেও কিছুটা হলেও এগিয়ে Ola Electric।
Ola তাদের অ্যাপে সমস্ত তথ্য দেওয়া শুরু করেছে। সমস্ত গ্রাহক তাদের ফোনের অ্যাপ দেখলেই খবরাখবর পেয়ে যাবেন। এজন্য প্রথমেই অ্যাপে লগ ইন করে হোমস্ক্রিনে যেতে হবে। সেখানে বেশ ভাল ভাবেই দেখতে পারেন সমস্ত তথ্য। Ola নিজেই এই ফিচারস নিয়ে এসেছে।
Ola অ্যাপে আপনি দেখতে পাবেন কতটা পথ চালিয়েছেন, কত টাকা সঞ্চয় করেছেন, কত জ্বালানি বাঁচিয়েছে এবং কত পরিমাণ কার্বন-ডাই অক্সাইড পরিবেশে যাওয়া থেকে আটকেছেন সেই তথ্য। একদম আঙ্গুলের ডগায় থাকবে এই তথ্য। এছাড়া বৈদ্যুতিক স্কুটারের সাথে জ্বালানি চালিত স্কুটারের দামের পার্থক্য সম্পর্কেও প্রথম জানান সংস্থার সিইও ভাবিস আগারওয়াল।
15 আগস্ট এক অনুষ্ঠানে ভাবিস হিসেব নিকেশ করে দেখান যে, পেট্রল চালিত স্কুটারের দাম 97,000 টাকা। এর সাথে 3 বছরে রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি বাবদ খরচ হয় 91,800 টাকা। মোট 1,88,800 টাকা। সেখানে ওলা স্কুটারের দাম 1,40,000 টাকা। রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুতের বিল সমেত মাত্র 1.47 লক্ষ টাকা খরচ হয়। অর্থাৎ শুধু পরিবেশ নয়, আপনার পকেটের দিকেও খেয়াল রাখে E-Scooter।