ই-স্কুটার তো অনেক দেখেছেন, কিন্তু আজ যে গাড়ির কথা বলতে চলেছি আমরা তা বোধহয় আপনাদের কারোরই জানা নেই। কিন্তু এই স্কুটার প্রযুক্তি এবং সৃষ্টিশীলতার এক প্রকৃষ্ট মেলবন্ধন। ঠিক যেন সুটকেস, সেরকমই একটি ই-স্কুটার বা বাইক তৈরি করেছে Honda। আর সারাবিশ্বের টেক দুনিয়াতে ভাইরাল সেই পণ্য।
Honda এর এই অভিনব ইলেকট্রিক স্কুটারের নাম Honda Motocompacto। ছোট্ট আকারের এই স্কুটার দেখতে পুঁচকে হলেও কাজে কিন্ত বেশ ভালো। তবে Motocompacto হোন্ডার আজকের স্কুটার নয়। সেই 1980 সালে প্রথমবার বাজারে আসে। আইকনিক স্কুটারের নতুন ভার্সন লঞ্চ করে তাক লাগিয়ে দেয় হোন্ডা। গ্রাহকেরাও বেশ পছন্দ করছেন এই অভিনব ডিজাইনের ই-স্কুটারটিকে।
যানজটের মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে এই স্কুটারের মাধ্যমে। খুব যানজটে পড়ে গেলে ফোল্ড করে স্যুটকেস বানিয়ে নিন, এরপর সেখান থেকে স্যুটকেস তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যান। আবার রাস্তায় গিয়ে আনফোল্ড করলেই ল্যাঠা চুকে গেল! ওজন যেহেতু মাত্র 19 কেজি তাই কোনো অসুবিধাও হবেনা আপনার। এছাড়া ফোল্ড করে সুটকেস হিসেবে ব্যবহার করতেও কোনো সমস্যা নেই।
পুঁচকে দেখতে হলেও সেখানে কিন্তু ফিচারসের কমতি নেই। কারণ 6.8Ah ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে স্কুটারটিতে। ফুল চার্জে স্কুটারটি 19.3 কিমির মাইলেজ দেয়। 24kmph গতির সাথে 490 Watt ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম Motocompacto এর ইঞ্জিন।
ডিজিটাল স্পিডোমিটার, দু চাকার লাইটিং, বিভিন্ন রাইডিং মোড সহ ব্লুটুথ কানেকশনের সুবিধা। সমস্ত কিছু রয়েছে এই ই-স্কুটারে। তাই ঘুরে বেড়ানো এবার যেমন সহজ তেমনই ফিচার প্যাকড স্কুটারের কারণে ততটাই আনন্দদায়ক। আর এটির দাম মাত্র 999 ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 82,800 টাকা। তাই আর দেরি না করে ঝটপট কিনে নিন ই-স্কুটারটি।