শুরু হয়েছে বৈদ্যুতিক গাড়ির যুগ। নানান কোম্পানি তাদের ই-স্কুটার এবং বাইক লঞ্চ করেছে। রেসে পিছিয়ে থাকতে চাইছেনা Honda। আগামী 5 বছরে মোট 10 টি বৈদ্যুতিক দুই চাকা লঞ্চ করার প্ল্যান রয়েছে তাদের। স্বাভাবিক ভাবেই আসন্ন পণ্যগুলোর মধ্যে Honda Activa electric নিয়ে উত্তেজনা সবচেয়ে বেশি।
খবর আসছে যে, লেটেস্ট Activa EV তে মোট 200 কিমির মাইলেজ পাওয়া যাবে। এছাড়া সেখানে শক্তিশালী মোটর এবং দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ দেবে Honda। যদিও এখনই এই নিয়ে কোনো তথ্য জানা সম্ভব হয়নি, কিন্তু আগামী সময়ে খুব জলদিই এই সম্পর্কে জানা যেতে পারে।
মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, Honda Activa Electric ডিজিটাল টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্মার্টফোন সংযোগ, স্ক্রিন অ্যালার্ট ফিচারস, ক্রুজ কন্ট্রোল, মিউজিক প্লেয়ার, স্পিকার রিমোট আনলক, ইউএসবি চার্জার, টেলিস্কোপিক সাসপেনশন, অ্যালয় হুইলস এবং ডিস্ক ব্রেক সহ একাধিক ফিচারসের সাথে আসবে।
বর্তমানে Honda Activa বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটারের একটি। আগামী সময়ে বৈদ্যুতিক সংস্করণটি আরো সাশ্রয়ী মূল্যে লঞ্চ হতে পারে। যদিও এখনই স্কুটারের দাম জানা সম্ভব হয়নি। তবে 2024 সাল নাগাদ নতুন Activa EV লঞ্চ হতে পারে বাজারে।