Read In
Whatsapp
Electric Vehical

দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার এবার আরো সস্তায়, মাত্র 50 হাজারেই বাড়ি নিয়ে যেতে পারেন এই ধাসু গাড়ি

ইলেকট্রিক স্কুটারের বাজারে এমনিতেই বড় প্রতিযোগীতা চলছে। SAR গ্রুপের Lectrix EV নতুন ই স্কুটার লঞ্চ করেছে। সেটির দামও রয়েছে সাধ্যের মধ্যেই। মাত্র 50 হাজারের বাজেটেই লঞ্চ হয়েছে Lectrix SX25। একগুচ্ছ ফিচারসের সাথে আসে এই নতুন ইলেক্ট্রিক স্কুটার।

Lectrix SX25 স্কুটারে রয়েছে অটো-ইন্ডিকেটর্স, স্মার্ট ইগনিশন, হেলমেট ওয়ার্নিং, ভেহিকল ডায়াগনস্টিক্স, রাইড স্ট্যাটিস্টিক্স এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রিমোট সিট অপারেটিং। এছাড়া অ্যান্টি থেফ্ট মেকানিজ়ম, ফাইন্ড মাই ভেহিকল, ইমার্জেন্সি SOS বাটনস, হেলমেট ওয়ার্নিং সহ আরও অনেক কিছু। নতুন ফিচারগুলি বর্তমান জেনারেশনের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে।

Lectrix SX25 স্কুটারে রয়েছে 36টি সেফটি ফিচার্স, 24টি স্মার্ট ফিচার্স এবং 14টি কম্ফোর্ট ফিচার্স উপস্থিত রয়েছে। ইলেকট্রিক স্কুটারটি সর্বোচ্চ 25km/h গতিতে ছুটতে সক্ষম। স্কুটারটিকে শক্তি দেওয়ার জন্য সেখানে রয়েছে একটি 48V/28AH এর 1.3 kWh ব্যাটারি। এই ব্যাটারিটি সর্বোচ্চ 60 কিমি পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।

চারটি চোখধাঁধানো রঙে উপলব্ধ Lectrix SX25 স্কুটার। 4 থেকে 8 ঘন্টার মধ্যে এই ব্যাটারিটি 100% চার্জ হয়। স্কুটারটি লুক ও ডিজাইন খুবই আকর্ষণীয়। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের রয়েছে Lectrix SX25 স্কুটারে। এছাড়া এই স্কুটারের দামও খুব কম, মাত্র 54,499 টাকায় বাড়ি আনতে পারেন এই স্কুটারটি।

Back to top button