TRENDS
Advertisement

70 হাজারের বাজেটে নিয়ে যান নতুন ইলেকট্রিক স্কুটার, পাবেন 75 কিমি মাইলেজ! দাম কত?

আর অসুবিধা নেই, এই স্কুটারে একগুচ্ছ সুবিধা পাবেন তাও মাত্র 70,000 এর বাজেটে

Published By: Ritwik | Published On:

বৈদ্যুতিক যানবাহনের বাজার ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আর এই বাজারে স্কুটারের চাহিদা সবথেকে বেশি। কিছুকাল আগেও বৈদ্যুতিক স্কুটার সেরকম উন্নত থাকেনি। কিন্তু বর্তমানে সেগুলো একদম নতুন ঝাঁ চকচকে ফিচারসের সাথে আসছে। সাথে এবার দামও কমেছে বেশ খানিকটা। এরমধ্যে নতুন একটি কোম্পানি দারুণ ফিচারস নিয়ে হাজির হয়েছে।70 হাজারের বাজেটে নিয়ে যান নতুন ইলেকট্রিক স্কুটার, পাবেন 75 কিমি মাইলেজ! দাম কত?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নতুন একটি বাজেট-বান্ধব বৈদ্যুতিক স্কুটার নিয়ে এসেছে ট্রিনিটি। তারা নিজেদের নতুন ট্রিনিটি অ্যামিগো (Trinity Amigo) ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে বাজারে। সেটি আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ব্যাটারি প্যাক, দীর্ঘ পরিসর এবং উচ্চ গতি প্রদান করে। চলুন স্কুটারটির খুঁটিনাটি দেখে নেওয়া যাক।

ব্যাটারি এবং কর্মক্ষমতা: Trinity Amigo ইলেকট্রিক স্কুটারটিতে 1.44 kWh ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। এর সাথে যুক্ত রয়েছে 250-ওয়াটের বৈদ্যুতিক মোটর। যা 25 কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিতে ছুটতে পারে। মাত্র 3 ঘন্টার মধ্যেই সম্পূর্ণরূপে চার্জ হয়ে যায়। 75 কিলোমিটারের মাইলেজ পাওয়া যায় স্কুটারে।70 হাজারের বাজেটে নিয়ে যান নতুন ইলেকট্রিক স্কুটার, পাবেন 75 কিমি মাইলেজ! দাম কত?

ফিচারস: Trinity Amigo এর দাম বাজেটের মধ্যে থাকলেও ফিচারসের সাথে কোনো আপস নেই। আপনি এখানে মাল্টি-রাইডিং মোড, পুশ-বাটন স্টার্ট, এলইডি টার্ন সিগন্যাল ল্যাম্প, এলইডি টেললাইট এবং এলইডি হেডলাইট দেখতে পাবেন।

70 হাজারের বাজেটে নিয়ে যান নতুন ইলেকট্রিক স্কুটার, পাবেন 75 কিমি মাইলেজ! দাম কত?

দাম: প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে Trinity Amigo বৈদ্যুতিক স্কুটারটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 74,999 টাকা থেকে। অন-রোড দাম পড়বে 75,681 টাকা।

About Author