TRENDS
Advertisement

ভুলে যান স্মার্টফোন, এবার Xiaomi এর লক্ষ্য গাড়ির বাজার! দূর্দান্ত স্পোর্টস কার টেক্কা দেবে Lamborghini কে

চিনা স্মার্টফোন নির্মাতা Xiaomi ভারতের বাজারে তাদের ফোনের কারণে বিপুল জনপ্রিয়। তবে শুধু স্মার্টফোন নয়, সমস্ত ধরণের ইলেকট্রিক পণ্য সহ জুতো এমনকি টি-শার্টও বিক্রি করে চিনা কোম্পানি। সম্প্রতি তারা আরো…

Published By: Ritwik | Published On:

চিনা স্মার্টফোন নির্মাতা Xiaomi ভারতের বাজারে তাদের ফোনের কারণে বিপুল জনপ্রিয়। তবে শুধু স্মার্টফোন নয়, সমস্ত ধরণের ইলেকট্রিক পণ্য সহ জুতো এমনকি টি-শার্টও বিক্রি করে চিনা কোম্পানি। সম্প্রতি তারা আরো বড় চমক দিয়েছে। Xiaomi নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি! হ্যাঁ ছাতা জুতোর পর গাড়ির বাজারে পা রেখেছে শাওমি। কোম্পানির নতুন গাড়ি SU7। ভুলে যান স্মার্টফোন, এবার Xiaomi এর লক্ষ্য গাড়ির বাজার! দূর্দান্ত স্পোর্টস কার টেক্কা দেবে Lamborghini কে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

SU7 গাড়িটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এগুলো হলো – SU7, SU7 Pro এবং SUV7 Max। বলার অপেক্ষা রাখেনা যে, গাড়িগুলো চিনে লঞ্চ হয়েছে। গাড়িটির সাড়া ফেলার পিছনে বড় কারন তার পাওয়ারট্রেন। সেখানে অল হুইল ড্রাইভ অপশন রয়েছে যা কিনা 663 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম! রিয়ার হুইল ড্রাইভের ক্ষেত্রে মোট 295 hp তৈরি করে Xiaomi SU7।

ভুলে যান স্মার্টফোন, এবার Xiaomi এর লক্ষ্য গাড়ির বাজার! দূর্দান্ত স্পোর্টস কার টেক্কা দেবে Lamborghini কে

রিপোর্ট অনুযায়ী গাড়িতে থাকছে হাইপার ইঞ্জিন প্রযুক্তি যা 21 হাজার আরপিএম গতিতে দৌড়তে সক্ষম। এছাড়া কোম্পানি তাদের হাইপার-ইঞ্জিন V8s তৈরি করা শুরু করেছে। সেখানে মোট 27 হাজার RPM এ ছুটতে পারবে গাড়িটি। এমনকি গাড়িটির 35,000 RPM ও আসতে পারে বাজারে। সবমিলিয়ে গাড়িটির টপ স্পিড থাকবে 265 kmph। এছাড়া মাত্র 2.78 সেকেন্ডেই 100 kmph গতিতে ছুটতে পারে।

ভুলে যান স্মার্টফোন, এবার Xiaomi এর লক্ষ্য গাড়ির বাজার! দূর্দান্ত স্পোর্টস কার টেক্কা দেবে Lamborghini কে

শক্তিশালী গাড়িটির টপ স্পিড 210 kmph। টপ মডেলটি সর্বোচ্চ 265 kmph গতিতে ছুটতে সক্ষম। আপাতত গাড়িটির প্রদর্শন শুরু করেছে শাওমি। গাড়িটির মাইলেজ থাকতে পারে 800 কিমি! ডিসেম্বর মাস থেকেই ব্যাপক হারে প্রোডাকশন শুরু হওয়ার খবরও সামনে আসে। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, চিনের অটোমোবাইল সংস্থা BAIC তাদের বেজিং প্ল্যান্টে গাড়িটির উৎপাদন এবং ট্রায়াল চালাচ্ছে।

ভুলে যান স্মার্টফোন, এবার Xiaomi এর লক্ষ্য গাড়ির বাজার! দূর্দান্ত স্পোর্টস কার টেক্কা দেবে Lamborghini কে

উল্লেখ্য গাড়িতে পাওয়া যাবে সুপার ফাস্ট চার্জার যা 5 মিনিট চার্জে 220 কিলোমিটার এবং 15 মিনিট চার্জে 510 কিলোমিটারের রেঞ্জ দিতে সক্ষম। এছাড়া গাড়িতে থাকা হাইপার অপারেটিং সিস্টেম নিয়ে জোর আলোচনা চলছে। কিছুদিন আগে কোম্পানির বিভিন্ন স্মার্টফোনের জন্য আসে এই অপারেটিং সিস্টেম। এবার গাড়িতেও সেই প্রযুক্তি দিয়েছে Xiaomi। এর ফলে মোবাইল এবং গাড়ির মধ্যেকার সংযোগও আরো সহজ হবে।

About Author