গত 15 ডিসেম্বর সিম্পল এনার্জি তাদের নতুন সিম্পল ডট ওয়ান লঞ্চ করার ঘোষণা করে। EV টির এক্স শোরুম দাম শুরু হয় 99,999 টাকা থেকে। এই দাম কেবলমাত্র বেঙ্গালুরুতে প্রি-বুক করা সিম্পল ওয়ান গ্রাহকদের জন্য বৈধ। এছাড়া এই ডিল সীমিত সংখ্যক গ্রাহকদের জন্যই। এবার খবর আসছে যে, আগামী 1 জানুয়ারি 2024 থেকে সিম্পল ডট ওয়ানের দাম বাড়বে 40,000 টাকা!
ইভি স্টার্ট-আপ জানাচ্ছে যে, প্রি-বুকিং উইন্ডোটি সিম্পল ওয়ান থেকে ডট ওয়ান স্কুটারে স্যুইচ হবে এবং জানুয়ারি 1, 2024 থেকে স্কুটারের প্রারম্ভিক মূল্য থাকবে 1,39,999 টাকা। 27 জানুয়ারি থেকে সমস্ত গ্রাহকদের জন্য প্রি-বুকিং শুরু হবে। উল্লেখ্য যে, ডট ওয়ান সিম্পল ওয়ানের মতো একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
সিম্পল ডট ওয়ান বর্তমানে একটি 3.7 kWh ব্যাটারি প্যাক ব্যবহার করে এবং সিঙ্গল চার্জে 160 কিলোমিটার রাইডিং রেঞ্জ দাবি করে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে কোম্পানি একটি কম শক্তিশালী বৈদ্যুতিক মোটরের ব্যবহার করতে পারে নতুন স্কুটারে।
Simple Dot One এবং Simple One একই প্ল্যাটফর্ম শেয়ার করলেও EV এর ডিজাইনে সামান্য পরিবর্তন দেখা যাবে। ফিচারসের মধ্যে সেখানে থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সিটের নীচে 30 লিটারের বেশি স্টোরেজ ইউনিট রয়েছে। সিম্পল ডট ওয়ানের বুকিং শুরু হয়েছে গত 15 ডিসেম্বর থেকে।