Read In
Whatsapp
Electric Vehical

একদম সস্তায় নিয়ে যান এই ইলেকট্রিক স্কুটার, একবার চার্জ দিলেই ছুটবে ৭০ কিমি

বাজারে ইলেক্ট্রিক স্কুটারের বিপুল চাহিদা রয়েছে। নামীদামী একগুচ্ছ ব্র্যান্ড রয়েছে এই বাজারে। সেগুলোর চাহিদাও বেশ বেশি। বর্তমানে স্কুটারগুলোর দাম বাড়ায় সমস্যা তৈরি হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে, একটি নতুন কোম্পানি সস্তায় দারুণ স্কুটার লঞ্চ করেছে বাজারে।

এই স্কুটারের নাম Benling Falcon। কোম্পানি সদ্যই এটিকে লঞ্চ করেছে বাজারে। এই ইভি স্কুটারটি একবার ফুল চার্জ হলে মোট 70 কিমি পর্যন্ত ছুটতে সক্ষম। সেখানে থাকছে BLDC মোটর রয়েছে। যা উচ্চগতি এবং সলিড পারফরম্যান্স দেয়।

Benling Falcon ই-স্কুটার দামে যেমন সস্তা তেমনই আধুনিক ফিচারস রয়েছে সেখানে। সুরক্ষার ক্ষেত্রেও কোনো কার্পণ্য থাকছেনা। সামনে এবং পিছনের টায়ারে, উভয় জায়গাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। দীর্ঘ যাত্রায় কার্যকর হয়ে ওঠবে এই ফিচার। এছাড়া থাকছে লম্বা সিঙ্গল সিট, সেটিও বেশ আরামদায়ক কনফিগারেশনে লাগানো রয়েছে।

Benling Falcon এর দুটি চাকাতেই অ্যালয় হুইল লাগানো রয়েছে। টিউবলেস টায়ার সহ স্মার্ট ডিসপ্লে এবং স্পিডোমিটারের মতো একাধিক সুবিধা মিলবে স্কুটারে। 25 কিমি প্রতি ঘন্টার টপ স্পিড সহ 1.8 kWh এর ব্যাটারি মোট 8 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়। Benling Falcon স্কুটারটির এক্স-শোরুম দাম মাত্র 69 হাজার 540 টাকা।

Back to top button