TRENDS
Advertisement

5,000 হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন এই তুখোড় বৈদ্যুতিক স্কুটার, পাবেন 60 কিমি মাইলেজ

47,000 টাকায় নিয়ে যান সেরা বৈদ্যুতিক স্কুটার, ছোট থেকে শুরু করে বাড়ির বয়স্ক, মহিলাদের জন্য একদম পারফেক্ট এই দুটি স্কুটার! দেখে নিন কি কি ফিচারস রয়েছে

Published By: Ritwik | Published On:

পেট্রোল এবং ডিজেলের ক্রমবর্ধমান দামের কারণে মানুষের প্রথম পছন্দ হতে ওঠেছে বিভিন্ন বৈদ্যুতিক স্কুটার। বর্তমানে বাজারে যে গাড়িগুলো আসছে সেগুলো অনেকটাই তরুণ প্রজন্মকে টার্গেট করে। কিন্তু বাড়ির বয়স্ক থেকে বাচ্চাদের জন্য উপযুক্ত গাড়ি কি হতে পারে? আজ সেরকমই একটি স্কুটার নিয়ে এসেছি আপনাদের জন্য।5,000 হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন এই তুখোড় বৈদ্যুতিক স্কুটার, পাবেন 60 কিমি মাইলেজ

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বাজারে এসেছে নতুন Detel EV Easy Plus। একবার এই স্কুটারটি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে প্রায় 60 কিলোমিটার অবধি চলতে পারে। 20 Ah ব্যাটারি ক্ষমতা সহ উচ্চ-ক্ষমতার দুই চাকার গাড়িতে পরিণত করে। সর্বোচ্চ 25 কিলোমিটার প্রতি ঘণ্টা বেজে ছুটতে পারে সেটি।

স্কুটারের ব্যাটারি 2 বছরের বা 40000 কিমির ওয়ারেন্টির সাথে আসে। 250 ওয়াটের মোটর সহ ড্রাম ব্রেক দেওয়া হয়েছে সেখানে। টিউবলেস টায়ার সহ ডিস্ক ব্রেক দেখা যায়। 16-ইঞ্চি বড় টায়ারের সাথে ঝাঁকুনি কমানোর জন্য টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক সাসপেনশন রয়েছে।5,000 হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন এই তুখোড় বৈদ্যুতিক স্কুটার, পাবেন 60 কিমি মাইলেজ

Detel EV Easy Plus স্কুটারটি বাজারে 46,999 টাকায় উপলব্ধ রয়েছে। আপনি কোম্পানির ওয়েবসাইট বা অফিসিয়াল ডিলারশিপ থেকে গাড়িটি বুক করতে পারেন 1999 টাকা দিয়ে। ফাইন্যান্স প্ল্যানও রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। নীচে দেওয়া হলো। স্কুটারটির ফাইন্যান্স প্ল্যান।

5,000 হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন এই তুখোড় বৈদ্যুতিক স্কুটার, পাবেন 60 কিমি মাইলেজ

মাত্র 5000 টাকার ডাউন পেমেন্ট দিয়েই বৈদ্যুতিক স্কুটারটি বাড়িতে নিয়ে যেতে পারেন আপনি। মোট 3 বছরের জন্য এই ঋণ নিলে মোট 9.7 শতাংশ সুদের হারে মাসিক EMI খরচ পড়বে 1453 টাকা।

About Author