TRENDS
Advertisement

Svitch CSR 762 : দূর্দান্ত ফিচারস এবং লম্বা মাইলেজ সমেত দেশীয় এই কোম্পানির বাইক বুক করতে খরচ মাত্র 1 টাকা!

ধীরে ধীরে বেড়ে চলেছে বৈদ্যুতিক গাড়ি এবং স্কুটারের বাজার। কিছুটা পিছিয়ে থাকলেও বৈদ্যুতিক বাইকগুলোও বাজার ধরছে। বেশ কিছু ভারতীয় স্টার্টআপ কোম্পানি তাদের বাইক লঞ্চ করেছে। আর সম্প্রতি সেই বাজারে এসেছে…

Published By: Ritwik | Published On:

ধীরে ধীরে বেড়ে চলেছে বৈদ্যুতিক গাড়ি এবং স্কুটারের বাজার। কিছুটা পিছিয়ে থাকলেও বৈদ্যুতিক বাইকগুলোও বাজার ধরছে। বেশ কিছু ভারতীয় স্টার্টআপ কোম্পানি তাদের বাইক লঞ্চ করেছে। আর সম্প্রতি সেই বাজারে এসেছে একটি নতুন বাইক। আহমেদাবাদ ভিত্তিক টু-হুইলার স্টার্ট-আপ, Svitch Group তাদের লেটেস্ট CSR 762 ইলেকট্রিক বাইক (Svitch CSR 762) নিয়ে এসেছে। Svitch CSR 762

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Svitch CSR 762 লঞ্চ হয় গত বছরের অক্টোবর মাস নাগাদ। বর্তমানে সেটি বাজারে কেনার জন্য উপলব্ধ। 1.90 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে বাইকটি আপনার হতে পারে। দারুণ ফিচারস এবং আকর্ষণীয় লুকের সাথে বাইকটি বাজারে আসে। ইলেকট্রিক বাইক কেনার কথা ভাবলে CSR 762 একটি দারুণ অপশন।

CSR 762 বাইকে রয়েছে দুইটি 3.6 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক যা একবার চার্জে 190 কিলোমিটারের রেঞ্জ দিতে সক্ষম। এছাড়া উল্লেখ্য যে, CSR 762 বাইকের সর্বোচ্চ গতি রয়েছে 120 KMPH। 3 কিলোওয়াটের (4 bhp) PMS বৈদ্যুতিক মোটর 3800 RPM-এ সর্বাধিক 10 কিলোওয়াট (13.4bhp) শক্তি উৎপন্ন করে৷

Svitch CSR 762

Svitch CSR 762 বাইকে মোবাইল চার্জার, কাভার মোবাইল হোল্ডার, আইওএস এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন কানেকটিভিটি, 6টি রাইডিং মোড ইত্যাদির মতো ফিচারস পাওয়া যায়। মাত্র 1 টাকা দিয়েই বাইকটি বুক করা সম্ভব। উল্লেখ্য যে, ইতিমধ্যেই 12 হাজারেরও বেশি অর্ডার পেয়েছে Svitch Group।

About Author