Read In
Whatsapp
Electric Vehical

বাজাজের নতুন Chetak নাকি Ola S1 Air, দুই হেভিওয়েট ইলেকট্রিক স্কুটারের মধ্যে কোনটি সেরা? দেখে নিন বিশদে

সম্প্রতি বাজাজ তাদের নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে। চেতকের নয়া Urbane ভার্সন লঞ্চ করেছে কোম্পানি। একাধিক নতুন ফিচারস সহ বাজারে লঞ্চ হয়েছে সেটি। মুখ্যত Ola S1 Air এর সাথেই পাঙ্গা নেবে নতুন বাজাজ স্কুটার। দুই স্কুটারই দারুণ কিন্তু আপনার জন্য কোনটি উপযুক্ত দেখে নিন।

জ্বালানির দাম থেকে মুক্তি পেতে জুড়ি নেই বৈদ্যুতিক স্কুটারের। Chetak Urbane এবং Ola S1 Air দুটিই দারুণ স্কুটার কিন্তু দুইয়ের মধ্যে সেরা কোনটি তাই আজ জানাবো আমরা।

Bajaj এর নয়া Chetak Urbane তে রয়েছে 2.9 kWh এর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যা ফুল চার্জে 113 কিলোমিটার মাইলেজ দেয়। অন্যদিকে Ola S1 Air এ থাকছে 3 kWh এর ব্যাটারি প্যাক যার মাইলেজ রয়েছে 151 কিমি। Chetak এর টপ মডেল টেকপ্যাক সর্ব্বোচ 73kmph গতিতে ছুটতে পারে। Ola S1 Air গতিতেও এগিয়ে। সেটির মোট মাইলেজ 90 kmph।

বাজাজ চেতক আর্বান স্কুটারে রয়েছে ডিজিটাল LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। টেকপ্যাক মডেলে ফিচারের সংখ্যা বেশি। থাকছে হিল হোল্ড, রিভার্স মোড, স্মার্টফোন কানেক্টিভিটি, OTA আপডেট ইত্যাদির মতো আধুনিক ফিচারস। তবে পিছিয়ে নেই Ola S1 Air। এখানেও ডিজিটাল স্ক্রিন, নেভিগেশন, USB চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেকশন, OTA আপডেট ইত্যাদির সুবিধা পাওয়া যায়।

দাম: Bajaj Chetak Urbane স্কুটারের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.15 লক্ষ টাকা থেকে। তবে আর্বান টেকপ্যাক মডেলের এক্স শোরুম দাম পড়বে 1.21 লাখ টাকা। Ola S1 Air স্কুটারটির এক্স শোরুম দাম 1.20 লক্ষ টাকা। তুলনা থেকে বেশ স্পষ্ট যে, Ola এর স্কুটারে দামের হিসেবে অধিক গুণমান পাওয়া যায়।

Back to top button