Read In
Whatsapp
Electric Vehical

পারিবারিক স্কুটার নিয়ে আসছে Ather, একবার চার্জ দিলেই ছুটবে 150KM

ইলেকট্রিক স্কুটারের বাজারে Ather আজ বড় কোম্পানিতে পরিণত হয়েছে। খবর অনুযায়ী Ather তাদের নয়া স্কুটার নিয়ে আসতে চলেছে মার্কেটে। নতুন ই-স্কুটারটি হতে চলেছে পারিবারিক স্কুটার। বেঙ্গালুরুতে সেটির টেস্টিং করতেও দেখা গিয়েছে বটে কিন্তু দাম অথবা কেমন শক্তিশালী বা পাওয়ারট্রেন থাকছে তাই নিয়ে কিছুই জানা যায়নি।

নতুন Ather স্কুটারটি একটি বড় সিট সমেত আসবে। সেখানে নিরাপত্তার জন্য থাকবে ডিস্ক ব্রেক। স্টাইলিশ ডিজাইন সমেত দেখা যাবে স্কুটারটিকে। ডিজিটাল ডিসপ্লে সহ একটি সাধারণ হ্যান্ডেলবার থাকবে Ather এর নতুন স্কুটারে। আর এই স্কুটার লং রুটে চালানোর জন্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ ধরে নেওয়া যায় যে সেখানে বড় ব্যাটারিও থাকতে চলেছে।

একবার সম্পূর্ণ চার্জে স্কুটারটি অন্তত 150 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে বলেই খবর। হাই রেঞ্জের সাথে শক্তিশালী ফিচারসও দেখা যায় সেখানে। ইতিমধ্যেই Ather বেশ কয়েকটি উচ্চ মাইলেজের স্কুটার যেমন Ather 450X, Ather 450S ইত্যাদি লঞ্চ করেছে বাজারে। সেখানে 3.7 kWh এর ব্যাটারি প্যাক রয়েছে যা 150 কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

ather 450x

বর্তমানে Ola এর পরই বাজারের দ্বীতিয় সবচেয়ে বড় ই স্কুটার ব্র্যান্ড হয়ে ওঠেছে ather। পরিসংখ্যান তাই জানাচ্ছে। চলতি বছরে প্রতি মাসে তাদের বিক্রি বেড়েই চলেছে। উদাহরণ স্বরূপ, সেপ্টেম্বর মাসে Ather মোট 7151 ইউনিট ই-স্কুটার বিক্রি করে এবং অক্টোবর নাগাদ তা বেড়ে হয় 8027 ইউনিট।

Back to top button