ধীরে ধীরে Middle Income Economy দেশে পরিণত হতে চলেছে ভারত। তাই বিভিন্ন ক্ষেত্রে দেশের বাজার আরো বড় হতে চলেছে। এক্ষেত্রে যানবাহনের বাজারেও চাহিদা বাড়ছে দিন প্রতিদিন। স্কুটার হোক কি বড় গাড়ি, EV এর চাহিদা দিন প্রতিদিন বেড়েই চলেছে। আর বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ সংস্থা Ather Energy। সাম্প্রতিক সময়ে তারা দারুণ কিছু ই-স্কুটার এনে বেশ চমক দিয়েছে। তারই মধ্যে আরো নতুন একটি স্কুটারের ঘোষণা করেছে সংস্থাটি।
খুব শীঘ্রই বাজারে আসছে Ather Energy এর নতুন ইলেক্ট্রিক স্কুটার। আগামী মাসেই বাজারে আসবে সেটি। স্কুটারটির এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে 1,29,999 টাকা থেকে। লঞ্চ হওয়ার আগে সেটির প্রি-বুকিং ও শুরু হয়ে গিয়েছে। বেশ শক্তিশালী এই স্কুটারে রয়েছে অত্যাধুনিক ফিচারস এবং দীর্ঘ রেঞ্জ।
স্কুটারটি নিয়ে বেশ উৎসাহিত Ather। জানা যাচ্ছে যে, Ather Energy 450X স্কুটারে একটি 3.7 kWh ব্যাটারি প্যাক থাকবে। একবার চার্জের বিনিময়ে সেটি মোট 146 কিমি পর্যন্ত ছুটতে পারবে। উন্নতমানের এই স্কুটারের গতিও বেশ দারুন। সেখানে মাত্র 3.9 সেকেন্ডেই শুন্য থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছানো সম্ভব। সর্বোচ্চ 90 কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে গাড়িটি।
6.2Kw এর মোটর শক্তি জোগাবে গাড়িটিকে। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে রঙিন TFT LCD ডিসপ্লে। হিল অ্যাসিস্ট, ব্লুটুথ কানেকটিভিটি, মিউজিক এবং কল ডিসপ্লে, অটো-ইন্ডিকেটর অফের মতো বৈশিষ্ট্য থাকবে সেখানে। গাড়িটি চার্জ হতে সময় নেয় মাত্র 15 ঘণ্টা। গাড়িটির বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম রয়েছে 1.28 লক্ষ থেকে 1.49 লক্ষ টাকা।
এখন যে দামে এটি লঞ্চ হয়েছে তাতে বাজারে Ather 450X এর সাথে জোর টক্কর হবে Ola S1 এবং Bajaj Chetak এর। আপাতত বাজারে নিজেদের খুব ভালোভাবেই প্রতিষ্ঠা করেছে তারা। একাধিক EV (ই-স্কুটার) বাজারে নিয়ে এসেছে তারা। আপাতত Ather Energy টক্কর দিচ্ছে Honda, Suzuki, Hero, Bajaj ইত্যাদির মতো প্রচলিত সংস্থার সাথে।
মাত্র ১৪ হাজার টাকা দিয়ে আপনি এই গাড়িটা কিনতে পারবেন। তার জন্য আপনাকে ৯.৭ শতাংশ সুদের হারে ৩,৯১০ টাকা করে প্রতি মাসে কিস্তি দিতে হবে ৩ বছর।