জাপানি অটোমোবাইল কোম্পানি Honda তাদের বাইক এবং স্কুটারের জন্য বিখ্যাত। কিন্তু ইলেকট্রিক গাড়ির বাজারে পা ফেলতে পারেননি কোম্পানি। এবার খবর আসছে যে, কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) 2024-এ বিখ্যাত Activa স্কুটারটির বৈদ্যুতিক ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে Honda।
আগামী 9 জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে এই শো। এদিকে ভারতের বাজারে আসন্ন Activa গাড়িটিকে জোর প্রতিযোগিতা দেবে Ola। ইতিমধ্যে ইলেকট্রিক স্কুটারের বাজারে ওলা বেস্ট সেলিং হয়ে উঠেছে। উল্লেখ্য যে, ওলার সাথে লড়তে Activa স্কুটারে 280 কিমির মাইলেজ দিতে পারে Honda।
অবশ্য এই প্রথম যে, Activa EV নিয়ে গুঞ্জন উঠছে তাই না, এর আগে জাপান মবিলিটি শোতে হোন্ডা Activa এর ডিজাইন টিজ করে। তবে স্কুটারটির ডিজাইনে পরিবর্তন আসবে কিনা তা এক্ষুনি বলা সম্ভব নয়।
Honda Activa ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে মিডিয়াতে জল্পনা চলছে যে, বাজারে উপস্থিত ICE মডেল থেকে ডিজাইন উপাদান নেবে Activa ইলেকট্রিক। সেখানে ডিজিটাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, মোবাইল কানেকটিভিটি এবং টেলিস্কোপ সাসপেনশনের মতো উন্নত বৈশিষ্ট্য থাকতে পারে।